Advertisement
Advertisement
ম্যানগ্রোভ

ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরিতে এফআইআর, বনমহোৎসব থেকে কড়া নির্দেশ ব্রাত্য বসুর

সুন্দরবনে অবৈধ ফিশারি নিয়ে বিধায়ক, সাংসদের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ বনমন্ত্রীর৷

'File FIR if fisheries will be built by cutting mangrove',orders Forest Minister
Published by: Sucheta Sengupta
  • Posted:July 14, 2019 6:49 pm
  • Updated:July 14, 2019 6:49 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরিবেশ বাঁচাতে বনমহোৎসবের মঞ্চ থেকে কড়া বার্তা প্রশাসনের৷ ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরি হলে এফআইআর করার নির্দেশ দিলেন রাজ্যের বনমন্ত্রী ব্রাত্য বসু৷ আর এফআইআর পাওয়া মাত্র প্রশাসনকে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি৷ রবিবার দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে বনমহোৎসবের সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন ব্রাত্য বসু৷

[আরও পড়ুন: নদীতে আটকে ১৪ দিনের শাবক-সহ হাতির দল, প্লাবিত উত্তরবঙ্গে সংকটে বন্যপ্রাণ]

সুন্দরবনের বিভিন্ন এলাকায় সম্প্রতি নদীর পাড়ের ছোট ছোট ম্যানগ্রোভ সাফ করে সেখানে বেআইনিভাবে তৈরি হচ্ছে ফিশারি৷ যার জন্য বাড়ছে দুর্ঘটনাও৷ দিন কয়েক আগেই এই ঝড়খালির অদূরে বাসন্তীর একটি গ্রামে ফিশারি তৈরি ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ৷ গুলি-বোমায় আহত হন অন্তত ৮জন৷ এছাড়া নানা জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলছেই৷ কয়েকশো বিঘার ম্যানগ্রোভ কেটে অবৈধভাবে তৈরি হয়েছে ফিশারি৷ আজ বনমহোৎসব অনুষ্ঠানে বনমন্ত্রী ব্রাত্য বসুর কাছে এনিয়ে অভিযোগ জানান জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর৷ প্রতিমা মণ্ডলের আবেদন, এই ঘটনায় যে বা যারা জড়িত, রাজনৈতিক রং না দেখে শাস্তি দেওয়া হোক৷ আর বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, অবিলম্বে এদের গ্রেপ্তার করলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক৷ এবং সমস্ত অবৈধ ফিশারি সরিয়ে ফের সেখানে ম্যানগ্রোভ তৈরি হোক৷

Advertisement

এসব শুনে বনমন্ত্রী ব্রাত্য বসু সঙ্গে সঙ্গে সুন্দরবনের ডিএফও সন্তোষা জিয়াকে ম্যানগ্রোভ কাটা দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের
নির্দেশ দেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরির ঘটনা নতুন নয়৷ বাসন্তীর ঘটনার কথা আমাকে বিধায়ক ও সাংসদ জানিয়েছেন৷ আমি শোনার পর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি৷ সেক্ষেত্রে প্রশাসনকে যৌথভাবে কাজ করার জন্য বলেছি৷ মৎস্যদপ্তর বা বনদপ্তর কেউ যাতে বিষয়টি এড়িয়ে না যায়, তা দেখতে হবে৷’

[আরও পড়ুন: ১০ টাকা না অন্য কোনও কারণ? বন্ধুকে হাতুড়ি মেরে খুনের ঘটনায় উঠছে প্রশ্ন]

দিন কয়েকের মধ্যেই রায়দিঘিতে এই ফিশারির মৎস্যজীবীদের সঙ্গে বনকর্মীদের সংঘর্ষ হয়েছে৷ আক্রান্ত হয়েছেন রেঞ্জ অফিসারও৷
ধনচিতেও চোরাশিকারি ধরতে গিয়ে একই ঘটনা ঘটেছে৷ এসবের কথা উল্লেখ করে বনমন্ত্রী বলেন, ‘ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক না
কেন, কেউ শাস্তির হাত থেকে রক্ষা পাবে না৷’ রবিবার রাজ্যে বনমহোৎসবঅনুষ্ঠানের সূচনা হয়েছে ঝড়খালি এলাকায়৷ চলবে সাতদিন ধরে৷ এদিন এলাকার বাচ্চাদের মধ্যে গাছের চারা বিলি করা হয়েছে৷ উপস্থিত মন্ত্রী ও আধিকারিকরা গাছ লাগিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন৷ ছিলেন বনমন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ প্রতিমা মণ্ডল, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা ও অন্যান্য আধিকারিকরা৷ এই বনমহোৎসবের জন্য নিজে গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই গানেই চলছে সবুজ বাঁচানোর প্রচার অভিযান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement