Advertisement
Advertisement
Hooghly

মদ্যপান করে সাঁতার শেখাতে যাওয়ায় কাল, হুগলিতে মৃত্যু বাবা-ছেলের

পুকুর পাড়ে জুতো দেখে সন্দেহ হয় স্থানীয়দের, এলাকায় শোকের ছায়া।

Father, son duo die of drowning at Hooghly
Published by: Subhajit Mandal
  • Posted:April 3, 2024 12:07 am
  • Updated:April 3, 2024 12:07 am  

সুমন করাতি, হুগলি: ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের! হুগলি স্টেশনের কাছে কৃষ্ণপুর এলাকার ঘটনা। চাঞ্চল্য এলাকাজুড়ে।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত গোবিন্দ নাগ (৩০) এলাকার একজন ভালো রাঁধুনী হিসাবে পরিচিত ছিলেন। রবীন্দ্রনগর কালীতলায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মঙ্গলবার বিকাল চারটে নাগাদ কাজ থেকে ফিরে ছেলে গৌরবকে পাশের পুকুরে সাঁতার শেখাতে নিয়ে যান। সন্ধ্যা হয়ে গেলেও ছেলেকে নিয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুকুর পাড়ে জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় পুকুরে তল্লাশি শুরু করে স্থানীয়রা। খবর যায় পুলিশে।

Advertisement

[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]

বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতে পুকুরে তল্লাশি জোরদার করে।রাত এগারোটা নাগাদ বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় চুঁচুড়া থানার পুলিশ। সেখানে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ছেলেটির বাব মদ্যপান করেছিলেন বলে স্থানীয় সূত্রের খবর। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ না দিলেই গ্রেপ্তার! কেজরির পর আশঙ্কায় অতিশী, রাঘব চাড্ডারা]

কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য পরিতোষ মজুমদার বলেন, বাবা ছেলেকে নিয়ে পুকুরে নেমেছিল তখন ঘাটে কয়েকজন দেখেছে। তবে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুকুর পাড়ে জুতো দেখে সন্দেহ হয়। এর পর পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজা হয়। দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির বাবা মদ্যপান করেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement