Advertisement
Advertisement

হুমকি দিয়ে এলাকায় দেহব্যবসা! মহিলা-সহ গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা

অসামাজিক কাজ দল বরদাস্ত করবে না, দাবি তৃণমূলের।

Father of TMC leader arrested in Nadia for fresh trade racket | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:January 20, 2024 5:51 pm
  • Updated:January 20, 2024 5:51 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার বাবা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শাসকদলের প্রভাব খাটিয়ে দেহ ব্যবসা চালাতেন তিনি। প্রতিবাদ জানাতেই জুটত খুনের হুমকি। অবশেষে শুক্রবার নদিয়ার চাপড়ায় অভিযুক্ত ২ মহিলা-সহ মোট জনকে গ্রেপ্তার করল পুলিশ।

নদিয়ার চাপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কৌশিক ঘোষ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, “কৌশিকের বাবা বিশ্বজিৎ ঘোষ এলাকায় শাসকদলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চালাতেন। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে খুনের হুমকি দেওয়া হত।” শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে আচমকা পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দেয় চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানা সুভাষপল্লীপাড়া এলাকায় দেহ ব্যবসা চলত। সেখান থেকে অসংলগ্ন অবস্থায় ২ মহিলা-সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, সেতু মণ্ডল, আব্দুল সালাম মণ্ডল, বাবলু মণ্ডল। তাদের কাছ থেকে দুটো বাইকও উদ্ধার হয়।

Advertisement

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

শনিবার তাদের আদালতে তোলা হয়েছে। এই ঘটনার পর থেকে বেপাত্তা পঞ্চায়েত সদস্য কৌশিক ঘোষ। দলের তরফেও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে তাদের দাবি, পুলিশ পুলিশের কাজ করেছে। আইন আইনের মতো চলবে। কোনও অসামাজিক কাজ দল বরদাস্ত করবে না।

[আরও পড়ুন: রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের? ‘আদিপুরুষ’ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement