Advertisement
Advertisement
Mamata Banerjee

RG Kar কাণ্ড: ‘বিচার চান, আন্দোলন চান না’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ মৃতার বাবার

ঠিক কী বলেছেন মৃতার বাবা?

Father of dead RG Kar student questions Mamata Banerjee's intention
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 18, 2024 6:00 pm
  • Updated:August 18, 2024 6:13 pm  

অর্ণব দাস, বারাকপুর: আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। পথে নেমেছে সবমহল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিছিল করেছেন। এসবের মাঝে এবার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মৃত চিকিৎসকের বাবা। বললেন, “মুখ্যমন্ত্রী বিচারও চাইছেন, আবার আন্দোলন বন্ধ করতেও চাইছেন। কিছুই বুঝতে পারছি না।” তাঁর এই মন্তব্যে শোরগোল।

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে যৌন হেনস্তা ও খুনের ঘটনার প্রতিবাদে বাংলার পাশাপাশি গর্জে উঠেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃস্ফুর্ত আন্দোলনকে থামানোর চেষ্টার অভিযোগ তুললেন মৃতার বাবা। ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন নির্যাতিতার বিচার চাই বলে। এদিকে উনি আবার আন্দোলন যাতে না হয়, সেই চেষ্টা করছেন। এই রকম দ্বিচারিতা কেন করছেন উনি। তার মানে কি উনি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটাই আমাদের প্রশ্ন। যারা মুক্তকণ্ঠে প্রতিবাদ করছে, উনি তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। এখন এই ব্যাপারটা আমরা ভালোই বুঝতে পারছি।”

Advertisement

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েকে নিয়ে ধরনা, ‘দোষীর জনসমক্ষে ফাঁসি হোক’, দাবি ফিরহাদের]

সিবিআই তদন্তেও যে হতাশ এদিন সেটাও বুঝিয়েছেন মৃতার বাবা। তাঁর কথায়, “সিবিআই তদন্ত কয়েকদিন হয়ে গেল। কিন্তু এখনও কিছুই হয়নি, এটা নিয়ে একটু হতাশা তো আমাদের থাকবেই। কিন্তু সিবিআইয়ের উপর আস্থা আমাদের রাখতে হবে।” মৃতার মায়ের কথায়, “আমি রাজ্যবাসীকে আবেদন করব, যারা কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন। তারা নেওয়ার আগে একবার ভাববেন তাঁদের লক্ষ্মী সুরক্ষিত কি না।”

[আরও পড়ুন: কনভয়ে দুর্ঘটনা, মহিলাকে ফেলেই গাড়ি নিয়ে চলে গেলেন দিলীপ! প্রতিবাদ সিউড়িতে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement