সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন আটজন। আহত হয়েছেন আরও দু’জন। রবিবার ভোরে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায় পানাগড়-মোড়গ্রাম রাজ্যসড়কের উপর লরি ও একটি চার চাকার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়েছেন আইজি ট্রাফিক মনোজ ভার্মা।
প্রশাসন সূত্রে খবর, বীরভূমের পাথরচাপরি থেকে চার চাকার ওই যাত্রীবোঝাই গাড়িটি আসছিল। গন্তব্য ছিল কালনার সমুদ্রগড়। ধোবারুর কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের বয়স ৪০-এর মধ্যে।
[রোজ উচ্চারণ করুন ‘ওম’, জেনে নিন কেটে যাবে কোন কোন বাধা…]
[একরত্তি মেয়েকে কেঁচো খাওয়াচ্ছেন মা! ভাইরাল ভিডিও]
[দেড় বছর ধরে ৮ শিক্ষকের যৌন লালসার শিকার এই কিশোরী পড়ুয়া]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.