নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: দমদমে মাসির বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হন একই পরিবারের তিন সদস্যের৷ বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার পানিঘাটা এলাকার পাগলাচণ্ডী এলাকায়৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে দমদমে মাসির বাড়ি যাওয়ার জন্য পানিঘাটা স্টেশনে যাচ্ছিলেন মণ্ডল পরিবারের তিন সদস্য৷ ৩৪ নম্বর জাতীয় সড়কে পালগাচণ্ডির কাছে বাইকের মোড় ঘুরতে গিয়ে ঘটে বিপত্তি৷ উলটোদিকে বহরমপুরের দিকে থেকে আসা একটি বেপরোয়া লরি সরাসরি বাইকে ধাক্কা মারে৷ লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন বাবা হেমন্ত মণ্ডল (৪৫)৷ ঘটনাস্থলেই প্রাণ হারান হেমন্তবাবু৷ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা ছেলে শুভজিৎ (১৯), মা দয়াময়ীদেবীকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আজ, শুক্রবার সকালে মা ও ছেলের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর৷
[ভুটান সীমান্তে মানুষ সমান প্রাচীর! বন্যজন্তুদের নিয়ে চিন্তায় বনদপ্তর]
পুলিশ জানিয়েছে, এদিন পানিঘাটা স্টেশনে থেকে শিয়ালদহ লোকাল ধরে দমদমে যাওয়া কথা ছিল তিন জনের৷ সেখানেই থাকেন মাসি অম্বিকাদেবী৷ ছোট্ট গুনগুনের হাত থেকে ফোঁটা দেওয়ার জন্য সম্প্রতি কেরল থেকে দিন ১০-এর ছুটি নিয়ে কালীগঞ্জে ফেরেন শুভজিৎ৷ সকাল সকাল বোনের হাত থেকে ফোঁটার নেওয়ার লক্ষ্যে রাতেই রওনা হন শুভজিৎ৷ বাইকে বাবা-মাকে চাপিয়ে স্টেশনে যাওয়া পথেই ঘটে বিপত্তি৷
[‘পরমান্ন ভাইফোঁটা থালি’ প্যাকেজে মজে বর্ধমান]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.