Advertisement
Advertisement

Breaking News

Accident

উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা, বিয়ে করে ফেরার পথে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪

কালিম্পংয়ের মংপংয়ে ঘটেছে এই দুর্ঘটনা।

Fatal accident in North Bengal, car with groom fell into the river, four died | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 28, 2023 11:10 am
  • Updated:January 28, 2023 1:14 pm  

অরূপ বসাক, মালবাজার: বিয়ে সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) মালবাজারে। নিয়ন্ত্রণ হারিয়ে রুংডুং নদীতে পড়ল বরের গাড়ি। মৃত্যু হয়েছে চারজনের। আহত ৬। এর মধ্যে রয়েছেন নববধূ ও বর। দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং (Kalimpong)জেলার মংপং পুলিশ ফাঁড়ি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের রুংডুং সেতুতে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডুয়ার্সের (Dooars) বানারহাট এলাকা থেকে রাতে বিয়ে করে বড় একটি গাড়ি করে ফিরছিলেন শিলিগুড়ির বাসিন্দা রাজেশ এক্কা। সেই গাড়িতে ছিলেন ৯-১০ জন। গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রুংডুং নদীতে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মংপং ফাঁড়ির পুলিশ। সেখানে তিলক মণ্ডল নামে এক যুবক ও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

[আরও পড়ুন: প্রশ্নপত্রের খসড়া আগাম জানতেন কুন্তল, পার্থর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে মিলল তথ্য]

এরপর পুলিশ এবং ওদলাবাড়ি অ্যাম্বুল্যান্স চালকদের তৎপরতায় নিহত ও আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। রাতেই আহতদের শিলিগুড়ি (Siliguri) নিয়ে যাওয়া হয়। শিলিগুড়ি নিয়ে যাবার পথে মৃত্যু হয়েছে আরও একজনের। অ্যাম্বুল্যান্স চালক সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সাহিল শেখ। তিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ছিলেন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে শিলিগুড়ির বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: ‘লাদাখে গণতন্ত্র নেই, আমাকে গৃহবন্দি করা হয়েছে’, বিস্ফোরক দাবি সোনম ওয়াংচুকের]

নববিবাহিত দম্পতি রাজেশ এক্কা ও পুনম ওঁরাও দু’জনেরই চিকিৎসা চলছে শিলিগুড়িতে। শনিবার মংপং ফাড়ির ওসি মঙ্গল সিংলো বলেন, ”রাত ১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাতেই আহত এবং নিহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শনিবার ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়েছে। তবে নদীতে জল তেমন ছিল না। তা নইলে আরও বড় বিপদ ঘটত। দুর্ঘটনার তদন্ত চলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement