Advertisement
Advertisement
Murshidabad

সীমান্তের জমিতে যেতে বাধা, বিএসএফের ‘মারে’র প্রতিবাদে রাস্তা অবরোধে চাষিরা

নাকাল হতে হয় যাত্রীবাহী বাস, ছোট-ছোট গাড়ি যাত্রী-সহ পথচারীদের।

Farmers of Murshidabad protest against BSF for stopping on the way to border

সাইকেল রেখে রাস্তা অবরোধ। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:June 3, 2024 4:23 pm
  • Updated:June 3, 2024 4:23 pm

অতুলচন্দ্র নাগ, ডোমকল: সীমান্তের জমিতে যেতে বিএসএফের বাধা। প্রতিবাদ করায় কৃষকদের মারধর করার অভিযোগ উঠেছে সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন চাষিরা। সোমবার সকাল থেকে ঘন্টা দুয়েক ওই অবরোধ চলে মুর্শিদাবাদের সাগরপাড়া ও রানিনগর থানার সীমান্তবর্তী ধনিরামপুর বাজারে জলঙ্গি শেখপাড়া পিডব্লুডি-এর রাস্তায়। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন সাগরপাড়ার ওসি অরিজিৎ ঘোষ ও রানিনগরের পুলিশ। অবশেষে কৃষকদের দাবি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

ঘটনার সূত্রপাত রানিনগরের বামনাবাদ সীমান্তে ১৪৬ ব্যাটেলিয়ন বিএসএফের এন্ট্রি পয়েন্টে। কৃষকদের অভিযোগ, অন্যান্যদিনের মতো আজকেও সকাল সাড়ে পাঁচটার সময় বিএসএফের এন্ট্রি পয়েন্টে লাইন দেন তাঁরা। সাধারণত সকাল ছটা-সাড়ে ছটা নাগাদ এন্ট্রি করে কৃষকদের সীমান্তের জমিতে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু এদিন সকাল সাতটা কুড়ি বেজে গেলেও এন্ট্রি শুরু করেনি বিএসএফ। কৃষক আমিনুল ইসলাম, নির্মল মণ্ডলরা জানান “এই নিয়ে অসন্তোষ প্রকাশ করতেই বিএসএফের কোম্পানি কমান্ডার চাষিদের উপর লাঠিচার্জ শুরু করে। তাতে অন্তত ১০ জন চাষি জখম হয়েছেন। তাই নয় বিএসএফ শূন্যে গুলিও ছুড়েছে।”

Advertisement

[আরও পড়ুন: দুদশক আগের অঘটনের পুনরাবৃত্তি হবে, এক্সিট পোলের পরও আশাবাদী সোনিয়া]

ওই ঘটনার প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করেন তাঁরা। রাস্তার উপরে সাইকেল রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের ছড়িয়েছে ধনিরামপুর বাজারে। জলঙ্গি শেখপাড়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। নাকাল হতে হয় যাত্রীবাহী বাস, ছোট-ছোট গাড়ি যাত্রী-সহ পথচারীদের।

চাষিরা জানান, “আমরা মাঠে খেটে ফসল ফলিয়ে সীমান্তের জমি দখলে রাখার চেষ্টায় আছি। অথচ তার থেকে চার-পাঁচ কিলোমিটার ভারতীয় সীমানার ভিতরে আমাদের আটকে দিয়ে চাষের অসুবিধা সৃষ্টি করছে বিএসএফ। তাই নয় এতটা ভিতরে থাকায় বাংলাদেশী দুষ্কৃতীরা অবাধে ভারতীয় সীমানায় ঢুকে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে। গবাদি পশু দিয়ে ফসল খাইয়ে দিচ্ছে। সে বেলায় বিএসএফ কোনও পদক্ষেপ নেয় না।” তাঁদের দাবি, দিনের বেলায় বিএসএফ জওয়ানদের নোম্যানস ল্যান্ডে ডিউটি করতে হবে। বিএসএফ অবশ্য ওই ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি।

[আরও পড়ুন: শোভাযাত্রা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, জয়ের মেগা সেলিব্রেশনের আগাম আয়োজন বিজেপির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement