Advertisement
Advertisement
Suri

জমিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর চাষির! চাঞ্চল্য সিউড়িতে

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলাজুড়ে বহু জায়গায় বিদ্যুতবাহী খুঁটি উপড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

Farmer died of electrocution in Suri

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 17, 2024 1:57 pm
  • Updated:September 17, 2024 2:01 pm  

নন্দন দত্ত, সিউড়ি: মাঠে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছ সিউড়ির সাঁইথিয়া থানা এলাকায়। এদিন ওই ব্যক্তি চাষের কাজ দেখতে যান। সেই সময় দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ বণ্টন সংস্থা জানিয়েছে, ‘একটি গাছ বিদ্যুতের খুঁটির উপর গিয়ে পড়ে। তার জেরে খুঁটি উপড়ে মাঠে পড়েছিল।’ খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের সাঁইথিয়া ব্লকের সভাপতি সাবের আলি খান। তিনি জানান ‘এটা একটা দুর্ঘটনা। বিদ্যুৎ দপ্তরের আরও সতর্ক হওয়া উচিৎ ছিল।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম প্রাণগোপাল গড়াই (৬৫)। তিনি সাঁইথিয়া থানার মাঠপলশা গ্রামের খেরুয়া গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও টানা বৃষ্টিতে ধানের কী পরিস্থিতি তা খতিয়ে দেখতে যান প্রাণগোপালবাবু। কিন্তু মাঠের ধানের তলায় বিদ্যুতবাহী তার তিনি দেখতে পাননি।

Advertisement
Farmer died of electrocution in Suri
শোকার্ত পরিবার।

তারের সংস্পর্শে আসতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিদ্যুৎ বণ্টন দপ্তরের লোকেরা। তারা জানায়, ‘বিদ্যুতের খুঁটি-সহ তার দু দিন ধরেই মাঠে পরেছিল। তাদের পক্ষে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা ছিল। সোমবার ওই এলাকা অন্ধকারে ছিল। কেউ বা কারা গ্রামে আলো জ্বালাতে দপ্তরকে না জানিয়ে সংযোগ দিয়ে দেয়। ফলেই এই বিপত্তি! পরিবারের পক্ষ থেকে প্রাণগোবিন্দবাবুর দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি আনা হয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলাজুড়ে বহু জায়গায় বিদ্যুতবাহী খুঁটি উপড়ে গিয়েছে। তার জেরে শুক্রবার রাত থেকে জেলার বহু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। এমনকী শনি- রবিবার যুদ্ধকালীন পরিস্থিতিতে তার সারাইয়ের কাজ চালায় বিদ্যুৎ বণ্টন দপ্তর। রিজিওনাল ম্যানেজার পবিত্র খামারু জানান ‘সারা জেলায় লাগাতার বৃষ্টি ও তার সঙ্গে দমকা হাওয়ায় বহু বিদ্যুৎ খুঁটির উপর গাছ উপড়ে গিয়েছে। জেলার ১৫০ জন ঠিকাদার সংস্থা তাদের কর্মীদের নিয়ে দুদিন দিনরাত কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। মাঠপলশার বিষয়টি খোঁজ নিচ্ছি।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement