Advertisement
Advertisement

Breaking News

হাসপাতালের বেডের উপর ভেঙে পড়ল চলন্ত ফ্যান! বরাতজোরে রক্ষা রোগীর

তদন্তের নির্দেশ সুপারের।

Fan falls on patient in Suri hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 5:57 pm
  • Updated:June 24, 2018 5:57 pm  

নন্দন দত্ত, সিউড়ি: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। দিন কয়েক আগে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল সিউড়ি সদর হাসপাতালে। আর এবার সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর বেডে ভেঙে পড়ল চলন্ত ফ্যান! বরাতজোরে রক্ষা পেয়েছেন তিনি। তবে কাঁধে অল্প চোট লেগেছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সিউড়ি স্পেশালিটি হাসপাতালের সুপার শোভন দে।

[ফিট হতে হবে পুলিশকর্মীদের, প্রতি থানায় মাল্টিজিম চালুর সিদ্ধান্ত মুর্শিদাবাদে]

Advertisement

বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা সব্যসাচী চন্দ্র। গত বৃহস্পতিবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভরতি হন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের পুরুষ বিভাগের জেনারেল বেডে চিকিৎসা চলছে তাঁর। বেডের ঠিক উপরেই বনবন করে ঘুরছে ফ্যান। পুরুষ বিভাগের অন্য রোগীরা জানিয়েছেন, রবিবার সকালে আচমকাই চলন্ত অবস্থায় ভেঙে পড়ে ফ্যানটি। সব্যসাচীবাবুর বেডের পাশেই একটি উঁচু জায়গা ছিল। সেখান থেকে ফ্যানটি ছিটকে পড়ে ওই রোগীর বেডে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নেহাতই বরাতজোরে রক্ষা পেয়েছেন সব্যসাচী চন্দ্র। তাঁর কাঁধে অল্প আঘাত লেগেছে। ফ্যানটি যদি কোনওভাবে রোগীর বুকের উপর পড়ত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঘটনার পর হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন সব্যসাচী চন্দ্র।

যদিও ওই রোগীর এক আত্মীয়ের দাবি, দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক বেডেই পড়েছিলেন সব্যসাচীবাবু। তাঁর দিকে নজর দেননি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। কিন্তু, সরকারি হাসপাতালে পাখা কীভাবে ভেঙে পড়ল? তদন্তের নির্দেশ দিয়েছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার শোভন দে। ঘটনায় আতঙ্কিত হাসপাতালে অন্য রোগীরা।

ছবি: বাসুদেব ঘোষ

[উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আপ্ত-সহায়ক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement