Advertisement
Advertisement

Breaking News

bjp

৯ দিন পর উলটো সুর! উলেন রায়ের প্রথম ময়নাতদন্তের রিপোর্টেই সন্তুষ্ট পরিবার ও বিজেপি

আগামিকাল মৃত বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Family of Ulen Roy withdraws demand of second post mortam | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2020 8:15 pm
  • Updated:December 15, 2020 8:15 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: আচমকাই উলটো সুর। প্রথম ময়নাতদন্তের রিপোর্টেই সন্তুষ্ট মৃত উলেন (Ulen Roy) রায়ের পরিবার ও বিজেপি! ইতিমধ্যেই দেহ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে তাঁদের তরফে। আগামিকাল দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার জলপাইগুড়ি (Jalpaiguri) সিজিএম আদালতে উলেন রায়ের ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে আবেদন জানান মৃতের পরিবারের আইনজীবী। মঙ্গলবার আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পেশ করে এনজেপি থানার পুলিশ। জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালতের নির্দেশ মতো পুলিশ আজ ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশ করে। সেই রিপোর্ট দেখে উলেন রায়ের পরিবার জানিয়েছে, তাঁরা আগের মামলা প্রত্যাহার করে নিচ্ছে।” মৃতের পরিবার দেহ নেওয়ার আবেদন জানালে আদালত বুধবারের মধ্যে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের মর্গে থাকা উলেন রায়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই’, ফেসবুক পোস্টে কাকে বিঁধলেন উদয়ন গুহ? তু্ঙ্গে জল্পনা]

বিজেপির ইনজীবী সৌজিত সিংহ জানান, পুলিশ রাতের অন্ধকারে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করে। রাতের অন্ধকারে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করে। সেই চেষ্টা রুখতেই আদালতের দ্বারস্থ হয়ে ছিলেন তাঁরা। আদালতের নির্দেশ মতো মঙ্গলবার এনজেপি থানার পুলিশ আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পেশ করে। রিপোর্ট দেখে পরিবার এবং বিজেপি সন্তুষ্ট বলেই দাবি সৌজিত সিংহের। উল্লেখ্য, বিজেপির উত্তরকন্যা অভিযানের দিন প্রাণ যায় কর্মী উলেন রায়ের। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। শাসক-বিরোধী একে অপরকে নিশানা করে। আক্রমণ করা হয় রাজ্যপুলিশকেও। সেই পরিস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়েছিল মৃতের পরিবার। যদিও অবশেষে অবস্থান থেকে সরলেন তাঁরা।

[আরও পড়ুন: বাংলায় নতুন করে ‘ঘৃণ্য ধর্ম’ এনেছে বিজেপি! জলপাইগুড়ির সভা থেকে তোপ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement