তারক চক্রবর্তী: রোগীর হাতের কাটা অংশ মুখে নিয়ে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে সারমেয়! ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital)। হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে সরব রোগীর পরিবারের সদস্যরা।
বিষয়টা ঠিক কী? ঘটনার সূত্রপাত রবিবার রাতে। এদিন রাত দশটা নাগাদ শিলিগুড়ির টি পার্ক এলাকায় দুর্ঘটনা ঘটে। বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হন দুর্গাদাস কলোনির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় সরকার নামে এক যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। চিকিৎসা শুরু হয় যুবকের। হাসপাতালের তরফে জানানো হয়, যুবকের একটি হাত কাটা পড়েছে। কিন্তু জানা যাচ্ছে, সেই হাতের কাটা অংশ যে বেডে রাখা হয়েছিল সঞ্জয়কে তার পাশেই রাখা ছিল। সোমবার সকালে হাতের সেই কাটা অংশ মুখে করে নিয়ে হাসপাতাল চত্বরে ঘুরতে দেখা যায় একটি সারমেয়কে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, যেখানে রোগীরা রয়েছেন কীভাবে সেখানে ঢুকে পড়ল সারমেয়? তবে কি নিরাপত্তার বালাই নেই ওই হাসপাতালে? কেন রোগীর কাটা হাত তার বেডের পাশেই রাখা হল, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এ বিষয়ে হাসপাতালের তরফে সন্তোষজনক কোনও উত্তর মেলেনি। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখায় রোগীদের পরিবারের সদস্যরা। সুপারের ঘরের বাইরে দফায় দফায় চলে বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা জারি হাসপাতাল চত্বরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.