সুব্রত বিশ্বাস: কারশেডেই পুড়ে ছাই ফলকনামা এক্সপ্রেসের একটি কামরা৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছি স্টেশনে৷ যাত্রী না থাকায় হতাহতের কোনও খবর নেই৷ তবে কীভাবে ট্রেনের কামরায় আগুন লাগল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ রেলের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ খতিয়ে দেখা স্টেশনের সিসিটিভি ফুটেজ৷
শুক্রবার রাতে সাঁতরাগাছির সেকেন্ড লাইনে কারশেডে দাঁড়িয়েছিল ডাউন ফলকনামা এক্সপ্রেস৷ সাফাইকর্মীরা আচমকাই দেখতে পান ওই ট্রেনেরই একটি কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছে৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপি এবং আরপিএফকে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে দৌড়ে আসেন তাঁরা৷ ততক্ষণে অবশ্য ফলকনামা এক্সপ্রেসের একটি কামরায় দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করেছে৷ সাফাইকর্মীদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে ওই কামরাটি৷ তবে কীভাবে ডাউন ফলকনামা এক্সপ্রেসে আগুন লেগে গেল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ কারও কারও দাবি, সাফাইকর্মীরা হয় তো পরিষ্কারের সময় ধূমপান করেছিলেন, সেখান থেকেই কোনওরকমে আগুন কারশেডে থাকা ফলকনামায় লেগে গিয়েছে৷ আবার কারও কারও দাবি, কোনও যান্ত্রিক ত্রুটি থেকে হয় তো অগ্নিকাণ্ড ঘটেছে৷ ফলকনামা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে৷
এর আগে শুক্রবার সকালেও চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে আগুন লেগে যায়। ওইদিন সকালে সাড়ে এগারোটা নাগাদ শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়ার চটহাট স্টেশনের কাছে এক্সপ্রেস থেকে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায় ট্রেনের ইঞ্জিনে৷ পাশের একটি বগিতেও আগুন লেগে যায়। চেন টেনে ট্রেনটিকে থামান যাত্রীরা। তারপরই আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন অনেকেই। ট্রেন থেকে পড়ে দু’জন যাত্রী মারা গিয়েছেন৷ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁরা এখনও চিকিৎসাধীন৷ উত্তরের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ডাউন ফলকনামা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড৷ তবে কারশেডে থাকা ট্রেনে আগুন লেগে যাওয়ায় হতাহতের কোনও খবর নেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.