সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকে পাড়ি দিলেন আলিপুরদুয়ারের ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ইতিমধ্যেই টুইটে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছাত্রজীবন থেকে রাজনীতির প্রতি অমোঘ টান ছিল তাঁর। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের সময় তিনিই ছিলেন তৃণমূলের একমাত্র বিধায়ক। ২০১৬ সালেও বিপুল ভোটে জয়ী হন তিনি। ফালাকাটার উন্নয়নই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। তাই তো উন্নয়নের প্রসঙ্গে বিরোধীরাও তাঁর ভূমিকা এক বাক্যে স্বীকার করে নেয়। তবে টানা দেড় বছর ধরে তাঁর শরীরে বাসা বাঁধে ক্যানসার। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকেন অনিল অধিকারী। তাই তো লোকসভা নির্বাচনেও অংশ নিতে পারেননি তৃণমূল নেতা। চার মাস আগে জটিল অস্ত্রোপচারও হয় তাঁর। পুজোর আগে কেমোথেরাপি নিতে মুম্বইয়েও গিয়েছিলেন অনিল অধিকারী। সেখানে আরও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়ে দেন, অসুস্থ বিধায়কের শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গও কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। তাঁর শারীরিক অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে।
এদিকে, অনিল অধিকারীর চিকিৎসায় প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় পরিবারের। তাই একসময় খরচ জোগাতে হিমশিম খেতে হয় পরিজনদের। তাঁদের অভিযোগ, “দিদিকে বলো কর্মসূচিতে দেওয়া নম্বরে যোগাযোগ করেও বিশেষ লাভ হয়নি খোদ বিধায়কের পরিবারের।” যদিও বর্তমানে কলকাতাতেই চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফালাকাটার বিধায়ক।
টুইটে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “প্রয়াত ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী। তিনি তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি পদেও ছিলেন। ওঁনার প্রয়াণে আমরা শোকাহত। ওঁনার পরিবার, বন্ধু ও অনুরাগীদের জানাই সমবেদনা জানাই।” মৃত অনিল অধিকারীকে শেষ শ্রদ্ধা জানান বিরোধীরাও।
প্রয়াত ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী। তিনি তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি পদেও ছিলেন। ওঁনার প্রয়াণে আমরা শোকাহত। ওঁনার পরিবার, বন্ধু ও অনুরাগীদের জানাই সমবেদনা
— Mamata Banerjee (@MamataOfficial) October 31, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.