Advertisement
Advertisement

Breaking News

Dipak Barman

শ্লীলতাহানির অভিযোগ খাটেনি, ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে রেহাই দিল আদালত

রায় শুনে খুশি বিজেপি বিধায়ক।

Falakata BJP MLA Deepak Barman acquitted in assalt case

আদালতে বিজেপি বিধায়ক। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 7, 2025 3:50 pm
  • Updated:April 7, 2025 3:58 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: শ্লীলতাহানির মামলা থেকে রেহাই পেলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। আজ সোমবার আলিপুরদুয়ার আদালত এই রায় দিয়েছেন। মিথ্যা অভিযোগ হয়েছিল বলে এদিন দাবি করেন বিজেপি বিধায়ক। ঘটনায় তিনি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও বিধায়কের এই অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতৃত্ব।

২০১৮ সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট ভায়েস প্রেসিডেন্ট পদে ছিলেন। সেবছর ৯ জুলাই ফালাকাটা সারদা শিশু তীর্থ স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন গণ্ডগোল হয়। দীপক বর্মণের বিরুদ্ধে পরে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। শ্লীলতাহানি, অস্ত্র নিয়ে আক্রমণ, টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সেই বছরই ১৩ জুলাই তাঁকে গ্রেপ্তার করে। পরের দিন আদালত থেকে তিনি জামিন পেয়েছিলেন। সেই মামলাই চলছিল আলিপুরদুয়ার আদালতে।

Advertisement

তার মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু রাজনৈতিক পট পরিবর্তন হয়। বিজেপির টিকিটে ভোটে জিতে ফালাকাটার বিধায়ক হন দীপক বর্মন। তবে মামলা চলছিল। সেই মামলার এদিন রায়দান হল। শ্লীলতাহানি-সহ অন্যান্য মামলা থেকে বিধায়ককে এদিন রেহাই দিলেন বিচারক। বিধায়কের সঙ্গে আশিস মণ্ডল নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছিল। তাঁকেও রেহাই দিয়েছে আদালত। এদিন বিধায়ক শশরীরে আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রায়ে মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিধায়ক।

মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছিল। এই কথা বলে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিধায়ক দীপক বর্মন। যদিও এই অভিযোগ মানতে চাননি ফালাকাটার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী পালটা দাবি করেছেন, “তৃণমূলের তরফে কি কোনও অভিযোগ দায়ের করা হয়েছিল? সাধারণ মানুষ ওই অভিযোগ করেছিল। এটি রাজনৈতিক কোনও ঘটনাই নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub