সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ভেজাল সরষের তেল ও ঘি বিক্রির ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এবার প্রকাশ্যে ভেজাল জলের ব্যবসা। জানা গিয়েছে, মিনারেল ওয়াটারের নামে নকল পানীয় জল তৈরি করে বিক্রি করত এক ব্যক্তি। কারখানায় অভিযান চালিয়ে প্রচুর নকল জল ভরতি জার, খালি জার, কেমিক্যাল, লেভেল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্তরা এখনও অধরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে উত্তর ২৪ পরগনার হাবড়ার হাটথুবা এলাকার সুকান্ত সরণিতে পানীয় জল জারবন্দি করে বিক্রি শুরু করেন সন্তু সরকার এবং তার এক সহযোগী। জানা গিয়েছে, অক্সিজেন ও সম্প্রীতি নামে দুটি লেবেল বানিয়ে ২০ লিটারের জারের গায়ে লাগিয়ে তা স্থানীয় বাজার, হোটেল ও বাড়ি বাড়ি সরবরাহ করতেন তার সহযোগীরা। দিনে দিনে বাড়তে থাকে তাদের ব্যবসার পরিধি। প্রথমে অন্য জায়গায় ব্যবসা শুরু করলেও বছর তিনেক আগে নিজের বাড়িতেই জলের কারখানা শুরু করেন সন্তু। এলাকায় কম পয়সায় ওই পানীয় জলের চাহিদাও ছিল যথেষ্ট। তদন্তকারীরা জানিয়েছেন, কারখানায় মোটরের সাহায্যে ট্যাঙ্কিতে জল তোলা হত। সেই জলে কেমিক্যাল মিশিয়ে জল থেকে আয়রণ বের করে নেওয়া হত। এরপর সেই জল জারবন্দি করে জার প্রতি ১৫ টাকায় বিক্রি করা হত। ব্যবহারকারীরা বুঝতেই পারতেন না যে, এতদিন তাঁরা কেমিক্যাল মেশানো ভেজাল পানীয় জল ব্যবহার করছেন।
উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট শাখার আধিকারিকেরা জানিয়েছেন, কোনও রকম সরকারি অনুমোদন ছাড়াই মিনারেল ওয়াটারের নামে এই ধরনের জারবন্দি পানীয় জল তৈরি এবং বিক্রির কারবার চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এদিন এনফোর্সমেন্ট শাখার অফিসাররা হানা দেওয়ার আগেই বিষয়টি চম্পট দেয় মূল কারবারি সহ বেশ কয়েকজন। ওই কারখানায় তল্লাশি চালিয়ে অফিসারেরা প্রচুর নকল জল ভরতি জার, খালি জার, কেমিক্যাল, লেভেল ইত্যাদি উদ্ধার করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.