Advertisement
Advertisement
রাজ চক্রবর্তী

পরিচালক রাজ চক্রবর্তীর নাম করে সিনেমার টোপ, ৫৫ হাজার টাকা হাতিয়ে চম্পট যুবক

চুঁচুড়া থানায় দায়ের হল অভিযোগ।

Fake profile named Raj Chakraborty looted fifty five thousand
Published by: Sandipta Bhanja
  • Posted:March 6, 2020 12:05 pm
  • Updated:March 6, 2020 1:51 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: গ্ল্যামার জগৎ অনেককেই হাতছানি দেয়। রূপোলি পর্দার নায়িকা হয়ে ওঠা কিংবা স্বপ্নের নায়কদের সঙ্গে রোম্যান্স করার স্বপ্ন অনেকেই দেখেন। মুশকিলটা সেখানেই। বাস্তবটা যে বড় কঠিন, তা বোধহয় স্বপ্নে বিভোর হয়ে অনেকেই ভুলে যান। তেমনই ভুলে গিয়েছিলেন চুঁচুড়ার এক গৃহবধূ অর্পিতা দাস।

সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল প্রতারক। প্রতারণার অভিনবত্ব দেখে রীতিমতো চোখ কপালে পুলিশের। প্রতারিত অর্পিতা দাস কলকাতার মধ্যমগ্রাম থানার দোলতলার বাসিন্দা। 

Advertisement

কয়েক মাস আগে অর্পিতা দাসের সঙ্গে ফেসবুকে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচয় দিয়ে বন্ধুত্ব পাতায় এক ব্যক্তি। বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে চ্যাটিংয়ের মাধ্যমে রীতিমতো যোগাযোগ রেখে চলেছিল ‘ভুয়ো’ ওই পরিচালক। তারপর এক সময় সুযোগ বুঝে ফাঁদ পেতে অর্পিতা দেবীকে প্রস্তাব দেয় যে সে তাঁর মেয়েকে নতুন সিনেমায় অভিনয় করার সুযোগ দেবে। কিন্তু তার জন্য প্রাথমিকভাবে ৫৫ হাজার টাকা দিতে হবে অর্পিতা দেবীকে। এত সহজেই মেয়ে সিনেমায় অভিনয়ের সুযোগ পাবে ভাবতেই পারেননি অর্পিতা দেবী। তাই হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পারেননি।

[আরও পড়ুন: উচ্চমাধ্যামিকেও করোনা আতঙ্ক, আক্রান্তদের খাতা আলাদা প‌্যাকেটে রাখার নির্দেশ সরকারের ]

কীভাবে টাকা দেবেন, তা জিজ্ঞাসা করলে প্রতারক বলে, চুঁচুড়া পুলিশ লাইনের এক পুলিশ অফিসারের হাতে ওই টাকাটা দিতে হবে। স্বাভাবিকবশতই বড় পরিচালকদের পুলিশ অফিসারদের সঙ্গে পরিচয় থাকতে পারে। তাই কোনো সন্দেহ হয়নি। এরপর বৃহস্পতিবার দুপুরে চুঁচুড়া পুলিশ লাইনের উলটোদিকে আদালতের বারান্দায় ‘ভুয়ো’ সুমনবাবুর হাতে সরল বিশ্বাসে ৫৫ হাজার টাকা তুলে দেন। এরপর কথাবার্তার ফাঁকে অর্পিতা দেবী একটু অন্যমনস্ক হতেই চম্পট দেয় প্রতারক। তারপর থেকে অনেকবার ‘ভুয়ো’ রাজ চক্রবর্তী ও সুমনকে অনেকবার ফোন করলেও অপর প্রান্ত থেকে প্রত্যেকবারই বলা হয় ‘সুইচড অফ’। এরপর চুঁচুড়া থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন অর্পিতা দাস। এদিকে এই প্রতারণার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে পুলিশ লাইনে।

[আরও পড়ুন: স্কুলে ভরতিতে সমস্যা, ‘দিদিকে বলো’তে ফোন করেই সুযোগ পেল জঙ্গলমহলের ৯ ছাত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement