Advertisement
Advertisement

নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে জাল নোট, এসএসবির জালে দুই পাচারকারী

উদ্ধার কয়েক লক্ষ টাকার জাল নোট৷

 Fake note smugglers held
Published by: Tanujit Das
  • Posted:December 25, 2018 1:46 pm
  • Updated:December 25, 2018 1:46 pm  

শুভদীপ রায় নন্দী: নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে জালনোট পাচারের অপরাধে গ্রেপ্তার দুই৷ সোমবার রাতে উত্তরবঙ্গের নকশালবাড়ি থেকে প্রথমে তাদের আটক করেন এসএসবি জওয়ানরা৷ এরপর ধৃতদের তুলে দেওয়া হয় খাড়িবাড়ি থানার পুলিশের হাতে৷ ধৃতদের নাম বিমল খাদকা ও সুমন রেজমি৷ ধৃতরা দু’জনেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে৷তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোটা অংকের বেআইনি মুদ্রা৷ জাল ভারতীয় নোট এবং নেপালি মুদ্রা মিলিয়ে যার অর্থমূল্য প্রায় ৫ লক্ষ ২৭ হাজার টাকা। জাল নোট পাচারের উদ্দেশেই ভারতে প্রবেশ করেছিল বলে জেরায় স্বীকারও করেছে দুই পাচারকারী৷

[কলেজছাত্রীর শ্লীলতাহানি, গণধোলাই খাওয়ার পর শ্রীঘরে অভিযুক্ত]

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে নকশালবাড়ির অন্তর্গত পানিট্যাঙ্কি চেক পোস্টের কাছে যখন নাকা তল্লাশি চালাচ্ছিল এসএসবি, তখনই তাঁদের নজরে আসে দুই সন্দেহভাজন৷ সঙ্গে সঙ্গে তাদের আটক করেন জওয়ানরা৷ তল্লাশি চালিয়ে তাদের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা৷ যার মধ্যে কয়েক লক্ষ টাকার ভারতীয় জাল নোটও ছিল৷ এরপর জওয়ানরাই ধৃতদের তুলে দেন খাড়িবাড়ি থানার পুলিশের হাতে৷ পুলিশ জানিয়েছে, নেপালি মুদ্রার আড়ালে ভারতে জাল নোট পাচারের উদ্দেশ্যেই প্রবেশ করেছিল ধৃতরা৷

[তৃতীয়বার বিয়ের পথে বাধা হওয়াতেই প্রাক্তন স্বামীকে খুন করে অদিতি!]

এসএসবি আধিকারিক রাজীব রানা জানিয়েছেন, ধৃত বিমল খাদকার বাড়ি নেপালের রুকুম জেলার পোখারা ওয়ার্ডে এবং সুমন রেজমির বাড়ি নেপালের মোরাঙ্গ জেলার রঙ্গিলি ওয়ার্ডে৷ ধৃতরা দীর্ঘদিন ধরেই জালনোট পাচারের কাজে যুক্ত রয়েছে৷ পেশাদারি কায়দায় দীর্ঘদিন ধরেই নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে জাল নোট পাচার করত তারা৷ সূত্রের খবর, মঙ্গলবারই ধৃত দু’জনকে শিলিগুড়ি আদালতে পেশ করবে পুলিশ৷ জেরার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement