সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বাজারে সংবাদ প্রতিদিন ডিজিটালের মাস্টহেড ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি তা আমাদের নজরে এসেছে। এই ভুয়ো খবরে পাঠকদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই পাঠকদের সামনে সত্যিটা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। ভুয়ো খবরে বিশ্বাস না করে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে https://www.sangbadpratidin.in/।
সম্প্রতি সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক স্ক্রিনশট ভাইরাল হতে দেখা গিয়েছে। একটিতে যেমন দেখা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম করে বলা হচ্ছে, বালুরঘাট লোকসভা (Balurghat Lok Sabha) আসনে তিনি হারছেন। সেই জায়গায় জিততে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। খবরে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শেষে বিজেপি, সিপিএম ও কংগ্রেস খারাপ ফলাফল করতে চলেছে।” এছাড়াও ওই ভুয়ো খবরে দাবি করা হয়েছে, বালুরঘাটের সঙ্গে রায়গঞ্জ আসনও জিতছে তৃণমূল।
অন্য একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা (Murshidabad Lok Sabha) কেন্দ্রে লড়াইয়ে সিপিএম ও কংগ্রেসের জোট প্রার্থী তৃতীয় স্থানে থাকছে। লড়াই মূলত হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। সেখানে বলা হয়েছে, “মুর্শিদাবাদ কেন্দ্রে তৃতীয় দফায় তৃণমূল অ্যাডভান্টেজ। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস করিমপুর, জলঙ্গী, ডোমকল, রানীনগর ১ নম্বর ব্লক মুর্শিদাবাদ, ভগবানগোলা ভালো লিড পাবে। এছাড়াও নরসিংহপুর, সাগরপাড়া মোহনগঞ্জ, কাতলামারী, বাংলাদেশ বর্ডার চরপাড়া, চাতরা, তেতুলিয়া, জিয়াগঞ্জে বিজেপির লিড পাবে। সিপিএমের প্রার্থী সেলিম রানীনগর ২ ব্লক ভালো লিড পাবে।” বাস্তবে এমন কোনও খবর সংবাদ প্রতিদিন ডিজিটাল প্রকাশই করেনি।
স্ক্রিনশটগুলো দেখলে বোঝাই যাচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সংবাদগুলি করা হয়েছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই একদল মানুষ সংবাদমাধ্যমের মুখোশ পরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যে স্ক্রিনশটগুলো ‘তৈরি’ করা হয়েছে তার সঙ্গে সংবাদ প্রতিদিন-এর মাস্টহেডের পার্থক্য রয়েছে। সুকান্ত মজুমদারের নাম করে যে স্ক্রিনশটে বলা হয়েছে তিনি হারবেন, সেখানে ব্রেকিং নিউজ বলে একটি সাব টাইটেল ব্যবহার করা হয়েছে। যা সংবাদ প্রতিদিন ডিজিটাল কোনও খবরেই ব্যবহার করে না। এছাড়াও ‘এশিয়ার তাজ’ নামের যে বিভাগ দেখা যাচ্ছে, তা বর্তমান ওয়েবসাইটে দৃশ্যমান নয়। দ্বিতীয় স্ক্রিনশটের ক্ষেত্রেও সেই পার্থক্য রয়েছে।
সমাজমাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা বেড়েই চলেছে। এই নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আগে বলেছেন, “বাংলাদেশের ঘটনাকে বাংলার বলে চালিয়ে দেওয়া হচ্ছে!” মুখ্যমন্ত্রীর সেই উদ্বেগ প্রমাণিত হল। এই ভুয়ো খবরে আমরা যেমন খবরের মানের জন্য আশঙ্কা প্রকাশ করছি, সঙ্গে এটাও প্রমাণিত হচ্ছে, যাঁরা এই ভুয়ো খবর ছড়াচ্ছে তারা মনে করেন সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রকাশিত খবরে মানুষের আস্থা রয়েছে। তবে কোন খবরটি ভুয়ো তা বুঝবেন কী ভাবে? খবরের শিরোনাম নিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালের সাইটে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করলেই বোঝা যাবে সেই খবর আমাদের করা কি না। এছাড়া গুগল সার্চ করলেও বোঝা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.