Advertisement
Advertisement

Breaking News

নকল

নকল জল বিক্রি চক্রের পর্দাফাঁস, মালদহ-সহ একাধিক স্টেশনে উদ্ধার প্রচুর বোতল

একটি ভিডিও ছড়িয়ে পড়তেই চক্রের কীর্তি ফাঁস।

Fake mineral water bottling units raided in west bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 8, 2019 9:16 pm
  • Updated:July 8, 2019 9:16 pm  

সুব্রত বিশ্বাস: মিনারেল ওয়াটারের মোড়কে স্টেশনের কলের জল বিক্রি চক্রের পর্দাফাঁস। রাজ্যের একাধিক স্টেশনে তল্লাশি চালিয়ে প্রচুর বোতল উদ্ধার করে পুলিশ। মালদহ স্টেশন চত্বরে তোলা একটি ভিডিওতেই এই চক্র ফাঁস হয়েছে। তার ভিত্তিতেই তল্লাশিতে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন:  ‘মিড-ডে মিল নয়, শিক্ষক চাই’, প্ল্যাকার্ড হাতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ খুদে পড়ুয়াদের]

জানা গিয়েছে, প্ল্যাটফর্মের কলের জল বোতলবন্দি করার ভিডিওটি এক যাত্রী রেলবোর্ডের কাছে পাঠিয়ে এবিষয়ে অভিযোগ দায়ের করেন। ভিডিওটিতে দেখা যায়, মালদহ স্টেশনের প্ল্যাটফর্মের একটি কল থেকে এক যুবক বিভিন্ন কোম্পানির মিনারেল ওয়াটারের বোতলে জল ভরছেন। এরপর একটি যন্ত্র দিয়ে বোতলগুলি সিল করা হয়েছে৷ তবে শুধু মালদহ নয়৷ অভিযোগ, রাজ্যের সমস্ত বড় স্টেশনেই চলছে এই কারবার। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনেও মিনারেল ওয়াটারের বোতলে সাধারণ কলের জল ভরে তা সিল করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। 

Advertisement

মালদহের ঘটনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন স্টেশনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর বোতল। তদন্তকারীদের পরামর্শ, জানিয়েছেন, “স্টেশনগুলিতে ‘রেল নীর’ বিক্রি হয়, সেটাই কিনুন। ‘রেল নীর’ না পেলে অন্য অনুমোদিত ব্র্যান্ডের জল কিনুন। না হলে জলের ভেন্ডিং মেশিন থেকে কিনতে পারেন। প্রয়োজন রেলের কল থেকে জল সংগ্রহ করে খান।” তবে বিভিন্ন স্টেশনে এই চক্র সক্রিয়, তা জানা সত্বেও তাতে লাগাম দেওয়ার মতো পরিস্থিতি আইআরসিটিসির নেই বলে দাবি করেছেন সংস্থার এক কর্মকর্তা। 

[আরও পড়ুন: লোকসানের প্রতিবাদ, কাঁকসায় তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ৩টি ট্যাঙ্কার সংগঠনের]

এ প্রসঙ্গে যাত্রীরা জানিয়েছেন, স্টেশনের পানীয় জলের ট্যাঙ্কগুলি এতটাই অপরিচ্ছন্ন যে সেখানকার জল পান করতে ভয় হয়। পাশাপাশি, প্রয়োজনের তুলনায় কলের সংখ্যাও কম। সেই কারণে বাধ্য হয়েই ফেরিওয়ালাদের থেকে জল কিনতে হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সাধারণ জলকে বোতলবন্দি করে মিনারেল ওয়াটার বলে বিক্রি করে থাকে এক শ্রেণির অসাধুচক্র। রেল যাত্রার সময়ে জল খাওয়া নিয়ে অনেকেই ভীত হয়ে পড়েছেন মালদহের এই ভিডিও প্রকাশ্যে আসার পর৷

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement