Advertisement
Advertisement

Breaking News

Madhyamik

প্রথম দিনই মাধ্যমিকে ভুয়ো পরীক্ষার্থীর হদিশ, জাল অ্যাডমিট কার্ড-সহ পুলিশের জালে ছাত্র

স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ধরা পড়ে যায় সে।

Fake Madhyamik examinee tried to enter exam hall in Kandi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 23, 2023 2:03 pm
  • Updated:February 23, 2023 3:34 pm  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: এবার মাধ্যমিকেও ভুয়ো পরীক্ষার্থীর হদিশ। পরীক্ষার প্রথম দিনই জাল অ্য়াডমিট কার্ড নিয়ে মুর্শিদাবাদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা চালায় এক পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ধরা পড়ে যায় সে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সারা রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এদিনই কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থীর দেখা মিলল। জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় শিক্ষকদের নজরে আসে সে। জিজ্ঞাসাবাদ করতে তার কথায় অসঙ্গতি মেলে। এরপর জাল অ্যাডমিট কার্ড-সহ ওই পরীক্ষার্থীকে কান্দি থানার পুলিশের হাতে তুলে দেয় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

[আরও পড়ুন: আজ শুরু মাধ্যমিক-মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস-গণ টোকাটুকি রুখতে কড়া পর্ষদ]

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আশিস বাগদী ।বাড়ি খড়গ্রাম থানার গুয়াই গ্রামে। ঘটনার খোঁজখবর শুরু করা হয়েছে। 

 

 

ঘটনা প্রসঙ্গে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূমানন্দ সিংহ বলেন, “একজন পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করে। আমরা অ্যাডমিট পরীক্ষা করে দেখি গত বছরের অ্যাডমিট। সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দিই। হয়তো কাউকে বলেছিল, দেখ পুরনো অ্যাডমিট দিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়ব। আমরাও তো সতর্ক ছিলাম, তাই পারেনি।”

[আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে জুটিতে রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলারে চমক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement