Advertisement
Advertisement

মাছের ভেড়ির দখল ঘিরে রণক্ষেত্র হাড়োয়া, গুলিবিদ্ধ দুই

এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট৷

Factional feud in North 24 Parganas, 2 injured

ছবি: প্রতীকী

Published by: Kumaresh Halder
  • Posted:August 16, 2018 3:48 pm
  • Updated:August 16, 2018 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাছের ভেড়ির দখল নেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাড়োয়ার গোপালপুর৷ গোষ্ঠী সংঘর্ষের জেরে এলাকায় গুলি ও বোমাবাজির অভিযোগ৷ সংঘর্ষে জখম অন্তত সাত জন৷ গুলিবিদ্ধ দু’ই ব্যক্তিকে কলকাতার আরজি কর হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে হাড়োয়া থানার পুলিশ৷ এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট৷

[ক্যারাম বোর্ডের ভাড়া নিয়ে বিবাদ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের]

Advertisement

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে ভেড়ির টাকা তছরুপের অভিযোগ তোলে অন্যগোষ্ঠীর সদস্যরা৷ মাছের ভেড়ির টাকা তছরুপের অভিযোগ তুলে একটি গোষ্ঠীর অনুগামীরা তৃণমূলের একটি কার্যালয়ে ভাঙচুর চালায়৷ কার্যালয় ভাঙার প্রতিবাদে পালটা গুলি-বোমা নিয়ে হামলা চালায় অন্যগোষ্ঠীর গোষ্ঠীর অনুগামীরা৷ উভয়পক্ষের হামলার ঘটনায় আহত হন উভয়পক্ষের সাত জন৷ সংঘর্ষ চলাকালীন গুলি লেগে গুরুতর জখম হন দুই ব্যক্তি৷ এলাকায় উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী৷ অভিযুক্তদের ধরতে গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ৷ এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ তুলে উভয়পক্ষের ছয় জনকে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ৷

[গাড়ি থেকে ভারতের পতাকা খুলল ভুটান পুলিশ, উত্তেজনা জয়গাঁওয়ে]

স্থানীয়দের অভিযোগ, মাছের ভেড়ির দখল নেওয়াকে কেন্দ্র করে প্রায়ই স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগেই থাকত৷ বুধবার গভীর রাতে বিবাদ চরমে ওঠে৷ রাতে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ৷ শুরু হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ৷ বোমাবাজি ও গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা৷ সংঘর্ষে জখম সাতজনকে হাড়োয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে দু’জনকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়৷ এলাকায় প্রবল উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ নামানো হয়েছে র‍্যাফও৷

[বিজেপির সংকল্প যাত্রায় হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement