Advertisement
Advertisement

ইদের নমাজ পড়ে ফেরার পথে আক্রান্ত গ্রামবাসীরা, আহত ২০

উত্তেজনা পূর্ব বর্ধমানের কালনায়।

Factional feud in Kalna, 20 injured

ছবি: মোহন সাহা

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 22, 2018 3:42 pm
  • Updated:August 22, 2018 5:38 pm  

রিন্টু ব্রহ্ম, কালনা: মহিলাদের অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযুক্তকে চিহ্নিত করেছিলেন গ্রামবাসীরা। পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মিটমাটও হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করেই ইদের সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায় সমুদ্রগড়ে। নমাজ পরে ফেরার পথে অভিযুক্তরা গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভরতি ২০ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ।

[সম্পত্তির লোভে মাকে মারধর গুণধর ছেলের, পুলিশের দ্বারস্থ বৃদ্ধা]

Advertisement

ঘটনা সূত্রপাত মাস তিনেক আগে। কালনার সমুদ্রগড়ে চরগোয়াল পূর্বপাড়া এলাকার মহিলার অশ্লীল ছবি আপলোড করা হয় ফেসবুকে। ঘটনায় শোরগোল পড়ে যায়। নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, গ্রামেরই যুবক বাকিবুল মণ্ডল মহিলাদের অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করেছে। অভিযুক্ত ও অভিযোগকারীদের থানায় ডেকে পাঠায় পুলিশ। তখনকার মতো বিষয়টি মিটে যায়। থানায় সকলের সামনে নিজের কাজের জন্য বাকিবুল ক্ষমাও চেয়ে নেয় বলে জানা গিয়েছে। বস্তুত, বকরি ইদে এলাকায় শান্তি বজায় রাখার মঙ্গলবারও গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। ফেসবুকে মহিলার অশ্লীল ছবি আপলোডের ঘটনায় অভিযুক্ত বাকিবুল মণ্ডল এখন ফেরার।

সমুদ্রগড়ের চরগোয়াল পূর্বপাড়ার বাসিন্দাদের অভিযোগ, বুধবার সকালে স্থানীয় ডাঙাপাড়া মসজিদ থেকে যখন তাঁরা নমাজ পড়ে ফিরছিলেন, তখন তাঁদের হামলা চালিয়েছে বাকিবুলের বাড়ির লোক ও সঙ্গীরা। এই দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। সকলেই ভরতি কালনা মহকুমা হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে ইদের সকালে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সমুদ্রগড়ের চরগোয়াল পূর্বপাড়ায়। পরিস্থিতি যথেষ্ট থমথমে। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বুধবার সকালে কালনা মহকুমা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন কালনার এসডিপিও শান্তুনু চৌধুরি। যদিও গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বাকিবুল মণ্ডলের বাড়ির লোক ও সঙ্গীরা।

[ কেরলে আটকে স্বজন, ইদেও বিষাদের ছায়া নদিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement