Advertisement
Advertisement

Breaking News

Sandeshkhali

মমতার সফরের আগে তৃণমূলে যোগ সন্দেশখালি আন্দোলনের মুখ সুজয় মাস্টারের

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবেই পরিচিত সুজয় মাস্টার।

Face of Sandeshkhali movement Sujay Mandal joins TMC
Published by: Sayani Sen
  • Posted:December 30, 2024 12:15 pm
  • Updated:December 30, 2024 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের আগে উলটপুরাণ। তৃণমূলে যোগ সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডলের। রবিবার সন্ধ্যায় সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে দাঁড়িয়ে শাসক শিবিরে যোগ দেন তিনি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবেই পরিচিত ছিলেন। লোকসভা ভোটে বসিরহাটে বিশাল জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সন্দেশখালিতে যাবেন। সোমবার দুপুরে সন্দেশখালির মিশন মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সভা। প্রায় ২০ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে সরকারি পরিষেবা। তার আগে এই যোগদান তাৎপর্যপূর্ণ। 

চলতি বছরের শুরুতে সন্দেশখালি কাণ্ডে গোটা রাজ্যে হইচই পড়ে যায়। সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের নাম সামনে আসে। জোর করে জমি দখল, মহিলাদের নির্যাতন-সহ তৎকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ ওঠে। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গা ঢাকা দেওয়ার পরেও শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশই। সেই সন্দেশখালি আন্দোলনেরই মুখ ছিলেন সুজয় মাস্টার। তবে তাঁকে পরে মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিকদের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল। সে-ই সুজয় মাস্টারই এবার যোগ দিলেন তৃণমূলে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “মাস্টার উনি। ভুল বুঝতে পেরে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে শামিল হয়েছেন। সাধুবাদ জানাচ্ছি।”

Advertisement

সন্দেশখালি কাণ্ডের পরপরই ছিল লোকসভা নির্বাচন। তাই জমি আন্দোলনের প্রভাব ভোটবাক্সে প্রতিফলিত হবে বলেই ভেবেছিলেন বিরোধীরা। যদিও সন্দেশখালি কাণ্ড সেভাবে অক্সিজেন জোগাতে পারেনি বিরোধী বিজেপিকে। নির্বাচনে মুখ থুবড়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। গ্রামের বধূ রেখার রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন সুজয় মাস্টার। তবে কি তাঁর হাত ধরে রেখা পাত্রও যোগ দেবেন তৃণমূলে? রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement