Advertisement
Advertisement

Breaking News

সন্তানের ভবিষ্যৎ বড় দায়, ধর্ষককেই বিয়ে যুবতীর

অবশেষে সন্তান পেল বাবার পরিচয়৷

Eyeing son’s future, woman marries her rapist
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 7:04 pm
  • Updated:January 5, 2017 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের আট বছর কেটে গিয়েছে৷ তবুও ধর্ষককেই স্বামী হিসাবে পেতে চাইলেন ধর্ষিতা৷ আর তাই পুরুলিয়া জেলেই ঘটনার আট বছর পর সাত পাকে বাঁধা পড়লেন ধর্ষক এবং ধর্ষিতা৷ ধর্ষকের ঔরসজাত সন্তান পেল বাবার পরিচয়৷

এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়ার মানুষ৷ গত আট বছর আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল মনোজ বাউড়ির বিরুদ্ধে৷ ২০১০ সালে প্রথমবার গ্রেপ্তার করা হয় তাকে৷ এই ঘটনার ঠিক দু’মাস পরেই ধর্ষিতা এক সন্তানের জন্ম দেন৷ সন্তানকে পিতৃপরিচয় দিতেই ধর্ষককে বিয়ে করতে ইচ্ছাপ্রকাশ করেন ধর্ষিতা৷ পুলিশকে তিনি জানিয়েছিলেন, মনোজ তাঁকে সম্পর্কের নামে ঠকিয়েছে৷ আর এরপরই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ধর্ষককে বিয়ে করতে চান তিনি৷ জানিয়েছেন, “সন্তানকে স্কুলে ভর্তি করতে পারছি না৷ স্কুলে ভর্তির প্রয়োজনীয় নথিপত্রে বাবার নাম প্রয়োজন হয়৷ সেখানেই সমস্যা হয়েছে৷”

Advertisement

 অবশেষে ধর্ষিতার দাবি পূরণ হয়েছে৷ গত ২৯ ডিসেম্বর মনোজকে ধর্ষণে অভিযুক্ত ঘোষণা করে আদালত৷ এরপর আদালতের রায়ে বুধবার ধর্ষক এবং ধর্ষিতার বিয়ে হয়েছে পুরুলিয়া সংশোধনাগারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement