স্টাফ রিপোর্টার, কোচবিহার: পুজো শুরু, কিন্তু এখনও চাঁদার জুলুমে জেরবার গাড়ির মালিকরা বলে অভিযোগ। মাথাভাঙা ও তুফানগঞ্জ মহকুমার রাস্তায় এবার অভিনব কায়দায় চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই দায়িত্বে এগিয়ে দেওয়া হচ্ছে শিশু ও মহিলাদের। রবিবারও কোচবিহার বাইপাসে মসজিদ পাড়া এলাকায় পথ আটকে মহিলাদের চাঁদা তোলাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ বিষয়ে কোতোয়ালি থানার আইসি সমীর পাল জানান, এদিন বাইপাসের ধারে মহিলাদের চাঁদা তোলার অভিযোগ উঠেছিল। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে।
[বর্ণের ভিত্তিতে আসন সংরক্ষণের প্রতিবাদে ভোট বয়কট ‘উচ্চবর্গের’]
চাঁদার নামে যাতে জুলুমবাজি না হয়, তার জন্য নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। সতর্ক করা হয়েছে পুজো কমিটিগুলোকে। কিন্তু মাছ ব্যবসায়ী সুবীর হালদার জানান, গাড়ি থামিয়ে চাঁদার জুলুমে শামিল মহিলারাও! বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলিকে রাস্তায় আটকে রীতিমতো জোর করে চাঁদা তোলা হচ্ছে। ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কয়েকটি স্থান এই সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। একই পরিস্থিতি কোচবিহারের মাথাভাঙা ১২ এ রাজ্য সড়কেও বলে অভিযোগ। তবে শুধু ব্যবসায়ীরাই নন, সমস্যার মুখে পড়েছেন ট্রাক থেকে শুরু করে বাস যানবাহনের মালিকরাও। নতুন কৌশলে পুজো কমিটির পুরুষ সদস্যরা পিছনে থাকলেও চাঁদা তোলার জন্য এগিয়ে দেওয়া হচ্ছে মহিলা এবং শিশুদের বলে অভিযোগ। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদা নিয়ে জুলুমবাজি ঠেকাতে পুজো কমিটির সঙ্গে বৈঠকে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যে সমস্ত স্থান থেকে অভিযোগ জমা পড়েছে, সেখানে পুলিশ অভিযান চালিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে।
[দেবীপক্ষে উমার আরাধনায় তৈরি লন্ডন দুর্গোৎসব কমিটি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.