ছবি: প্রতীকী
নন্দন দত্ত, সিউড়ি: সাতসকালে বিস্ফোরণে ভেঙে পড়ল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি। বৃহস্পতিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের সাহাপুরের রেঙুনিয়া গ্রামে। যদিও বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মজুত করা বোমা থেকেই এই বিস্ফোরণ।
বৃহস্পতিবার সকালে হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বীরভূমের সাহাপুরের সদাইপুর থানা এলাকার রেঙুনিয়া গ্রাম। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে দেখেন, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সাহাপুর পঞ্চায়েতের প্রধান হাইতুন্নেসা বাড়ি। এরপরই খবর দেওয়া হয় সদাইপুর থানায়। বিস্ফোরণের তীব্রতায় আহত হয়েছেন এলাকার কয়েকজন ও কয়েকটি গবাদি পশু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা মজুত করা ছিল ওই বাড়িতে। সেই মজুত করা বোমা থেকেই এদিন বিস্ফোরণ ঘটে। এ প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলেন, “ঘটনার পিছনে বিজেপির যোগ রয়েছে। পরিকল্পনামাফিক বোমাবাজি করা হয়েছে আমার বাড়িতে।”
তবে তৃণমূল নেতার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাঁরা পালটা অভিযোগ করেন, এলাকায় সন্ত্রাস ছড়াতেই ওই বুথ সভাপতির বাড়িতে বোমা মজুত করা হচ্ছিল। সেই মজুত করা বোমা থেকেই এই বিস্ফোরণ। তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনওভাবেই এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই। তবে কি মজুত বোমা থেকেই এমন ঘটনা? সেক্ষেত্রে কত বোমা মজুত করা হয়েছিল ওই বাড়িতে? উদ্দেশ্যই বা কী ছিল? ঘটনার সঙ্গে জড়িতই বা কারা? নাকি বাইরে থেকে বোমা মেরে কেউ এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিস। লোকসভা নির্বাচনের সময় থেকেই কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছিল বীরভূম। এখনও পরিস্থিতি যে এতটুকুও বদলায়নি, এদিনের ঘটনা তারই প্রমাণ। এদিনের বিস্ফোরণের ঘটনা অস্বস্তি বাড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.