Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

বাংলায় প্রস্ফুটিত পদ্মকুঁড়ি, কড়া টক্কর তৃণমূলকে! আভাস অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

বামেরা কি খাতা খুলতে পারবে?

Exit poll predicts BJP inroads in Bengal, left draws blank
Published by: Subhajit Mandal
  • Posted:May 19, 2019 8:47 pm
  • Updated:May 20, 2019 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল এরাজ্যে বিয়াল্লিশে-৪২ আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি সভাপতি অমিত শাহ বাংলায় ২৩ আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। এক্সিট পোলের ফলাফল বলছে দুই শিবিরের দাবিই আংশিক সত্যি হচ্ছে।

[আরও পড়ুন: ক্ষমতায় ফিরছে মোদির নেতৃত্বাধীন এনডিএ, ইঙ্গিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায়]

বিয়াল্লিশে-৪২ না পেলেও, রাজ্যের অর্ধেকের বেশি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, নিজেদের আসনসংখ্যা কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের আসনসংখ্যা এই প্রথমবার এই রাজ্য দুই সংখ্যা পেরচ্ছে। একনজরে দেখা যাকে কী বলছে, বিভিন্ন সংস্থার এক্সিট পোল।

Advertisement

টাইমস নাও ভিএমআর
তৃণমূল– ২৮
বিজেপি– ১১
বাম–০
কংগ্রেস—২

এবিপি নিয়েলসন
তৃণমূল– ২৪
বিজেপি–১৬
বাম–০
কংগ্রেস–২

এনডিটিভি
তৃণমূল– ২৪
বিজেপি–১৪
বাম–০
কংগ্রেস–২

রিপাবলিক সি-ভোটার
তৃণমূল– ২৯
বিজেপি–১১
বাম–০
কংগ্রেস–২

ইন্ডিয়া নিউজ
তৃণমূল- ২৬
বিজেপি– ১৪
বাম–০
কংগ্রেস– ২

[আরও পড়ুন: অন্তিম দফা লোকসভা নির্বাচনে ভোট দিলেন পাটনার বিহারীবাবু]

অধিকাংশ এক্সিট পোলেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গে বড়সড় সাফল্য পেতে চলেছে বিজেপি। অন্যদিকে, গত কয়েক দশকে এই প্রথমবার বাংলায় শূন্য হাতে ফিরতে হচ্ছে বামফ্রন্টকে। কোনও আসনেই বামেরা জিতছে না বলে দাবি জানাচ্ছে অধিকাংশ এক্সিট পোল। অন্যদিকে, নিজেদের গড় পুরোপুরি ধরে রাখতে পারছে না কংগ্রেস। মালদহ ও মুর্শিদাবাদ মিলিয়ে মোট ২ টি আসন পেতে পারে কংগ্রেস। তবে, এই ফলাফলে সম্ভবত সবথেকে বেশি ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গতবারের ৩৪ আসনের বেশ কয়েকটি হারাতে চলেছে তৃণমূল। অন্যদিকে, মাত্র ২ টি আসন থেকে দশের বেশি আসন পাচ্ছে গেরুয়া শিবির। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফেও আমরা সব আসনে নিরপেক্ষভাবে পর্যালোচনার মাধ্যমে একটি সমীক্ষা করেছি। সোমবার সেই সমীক্ষা প্রকাশ করা হবে। সেই সমীক্ষার ফলাফল জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে, ফেসবুক ও টুইটার পেজে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement