Advertisement
Advertisement

দুর্গাপুজোর কারণে উপনির্বাচনে রাজি নয় রাজ্য সরকার, দিন পিছল কমিশন

পশ্চিমবঙ্গে বাদে একই দিনে ১৮ রাজ্যের ৬৪টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন৷

Except West Bengal, By-Elections In 18 States on 21 September

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:September 21, 2019 2:43 pm
  • Updated:September 21, 2019 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পরপরই উপনির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না সরকার, তাই এ রাজ্যে উপনির্বাচন পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ তাই একই দিনে দেশের ১৮টি রাজ্যে বিধানসভার উপনির্বাচন ও একটি রাজ্যে লোকসভার উপনির্বাচন অনুষ্ঠিত হলেও, বাদ রাখা হয়েছে পশ্চিমবঙ্গকে৷

[ আরও পড়ুন: পুজোর পরই ২ রাজ্যে বিধানসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা করল কমিশন ]

Advertisement

শনিবার মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই, উপনির্বাচনগুলিরও দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা৷ তিনি জানান, দুর্গাপুজোর পর পরই উপনির্বাচন অনুষ্ঠিত করা সম্ভবপর নয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ তাই সেখানে এখনই উপনির্বাচন হচ্ছে না৷ একই ভাবে, উত্তরাখণ্ডেও ওই সময় পঞ্চায়েত নির্বাচন চলবে, তাই ওই রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণও পরে জানান হবে৷

জানা গিয়েছে, একসঙ্গে ১৮টি রাজ্যের ৬৪টি আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷ বিধানসভার উপনির্বাচন হবে অরুণাচল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মেঘালয়, ওড়িশা, পুদুচেরি ও তেলেঙ্গানার একটি করে কেন্দ্রে৷ হিমাচলপ্রদেশ, রাজস্থান ও তামিলনাডুর দু’টি কেন্দ্রে এবং অসম, গুজরাট ও পাঞ্জাবের চারটি কেন্দ্রে হবে উপনির্বাচন৷ একই দিনে বিহার ও কেরলের পাঁচটি আসনে এবং সিকিমের তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ সর্বাধিক উপনির্বাচন হবে কর্ণাটক ও উত্তরপ্রদেশে, যথাক্রমে ১৫টি ও ১১টি আসনে৷ এছাড়া বিহারের একটি লোকসভা আসনেও হবে উপনির্বাচন৷ 

[ আরও পড়ুন: চাঁদের মাটিতে নামল শীতল রাত, বিক্রমের সঙ্গে যোগাযোগের সব আশা শেষ ]

নির্বাচন কমিশন সূত্রে জানা হয়েছে, ২৩ সেপ্টেম্বর নোটিফিকেশন জারি হবে৷ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর৷ জমা পড়া মনোনয়ন স্কুটিনি হবে ১ অক্টোবর৷ উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর৷ ভোট গণনা হবে ২৪ অক্টোবর৷ এবং ২৭ অক্টোবরের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement