Advertisement
Advertisement

Breaking News

Laxmi Puja

‘চিকিৎসকদের সুবুদ্ধি দিক’, বাড়ির লক্ষ্মীপুজোয় পোস্টার দিয়ে বিশেষ বার্তা অপরূপা পোদ্দারের

আরেকটি পোস্টারে আরামবাগ এলাকায় বন্যাদুর্গতদের স্বার্থে চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবি উঠল।

Ex TMC MP Aparupa Poddar's special messege to the doctors from Laxmi puja at her home
Published by: Sucheta Sengupta
  • Posted:October 17, 2024 5:03 pm
  • Updated:October 17, 2024 5:10 pm  

সুমন করাতি, হুগলি: লক্ষ্মীপুজোয় ‘লক্ষ্মী’র বিচার চেয়ে আন্দোলনকারী চিকিৎসকদের বিশেষ বার্তা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তাঁর নিজের বাড়ির লক্ষ্মীপুজোয় রীতিমতো পোস্টার দিয়ে তাঁর বার্তা, চিকিৎসকদের সুবুদ্ধি হোক। ডাক্তাররা গরিব অসহায় মানুষের কথা ভেবে কাজে ফিরুক। পাশাপাশি অভয়া কাণ্ডের দ্রুত সুবিচার চেয়েছেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। এনিয়ে তৃণমূলের মিডিয়া কমিটির অন্যতম সদস্য কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”বিচার তো আমরা সকলেই চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই চেয়েছেন।”

অপরূপা পোদ্দারের বাড়ির লক্ষ্মীপুজোয় লাগানো হলো বিশেষ আবেদনের ফ্লেক্স। রাজ্যে একদিকে চলছে উৎসবের আমেজ, আরেকদিকে আর জি করে ধর্ষণ-খুন হওয়া তরুণী চিকিৎসকের বিচার চেয়ে বিদ্রোহ, অনশন। তারই মাঝে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার আরামবাগের পারুল রথতলা এলাকায় নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করতে গিয়ে তুলে ধরলেন বার্তা। অভয়া কাণ্ডের বিচার ও ডাক্তারদের সুবুদ্ধি হোক। তাঁরা মানুষকে পরিষেবা দিতে কাজে ফিরুক। পোস্টারে লেখা – “আমরা গ্রামবাসী। অভয়ার বিচারের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর কাছে কামনা করি, চিকিৎসকদের সুবুদ্ধি দিক। আমরা চিকিৎসকদের ভগবানের আরেক রূপ মনে করি। তাই চিকিৎসকদের দায়িত্ব এবং কর্তব্য, চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করে রোগীদের পাশে দাঁড়ানো।”

Advertisement
অপরূপা পোদ্দারের লক্ষ্মীপুজোয় অভিনব পোস্টার। নিজস্ব চিত্র।

আর একটি পোস্টারে লেখা, “আমরা গ্রামবাসী। খানাকুল, গোঘাট, ঘাটাল, আরামবাগের বন্যা দুর্গত অঞ্চলের মানুষ। বন্যার পরবর্তী সময় বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব হয়, যার ফলস্বরূপ জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে গ্রামের মানুষরা। চিকিৎসকরা কাজে ফিরুন”। এই বিষয়ে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের প্রতিক্রিয়া, ”আমি ভগবানের কাছে পুজো দিয়ে প্রার্থনা করলাম যাতে অভয়া বিচার পায় আর ডাক্তারদের যাতে ভগবান সুবুদ্ধি দেয়। আমাদের সাধারণ মানুষদের কাছে ডাক্তাররা ভগবান। তাই আমরা সকলে চাই, ডাক্তাররা সাধারণ গরিব-অসহায় মানুষদের চিকিৎসার কথা ভেবে আবার কাজে ফিরুক। আর অভয়া কাণ্ডের তদন্ত এখন রাজ্য সরকারের হাতে নেই। সেই তদন্ত সিবিআই করছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন যে, এর বিচার চাই আর দোষীর শাস্তি চাই। কিন্তু এতদিন কেটে গেলেও সিবিআই কোনও কূলকিনারা করতে পারছে না। এর থেকে এই তদন্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকত, তাহলে হয়ত আরও দ্রুত বিচার হত। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, অভয়া দ্রুত বিচার পাক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement