Advertisement
Advertisement

সমঝোতার বার্তা দিয়ে গোপন আস্তানা থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা গুরুংপন্থীদের

কৌশল বদল পলাতক মোর্চা নেতাদের

 EX-Morcha leaders extended support to CM Mamata Banerjee
Published by: Tanujit Das
  • Posted:February 2, 2019 12:42 pm
  • Updated:February 2, 2019 12:43 pm  

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের সঙ্গে সমঝোতার বার্তা দিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা৷ শুক্রবার গোপন আস্তানা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন পলাতক মোর্চা নেতারা৷ প্রকাশিত সেই বিবৃতিতে, গোর্খা জনজাতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে স্বাগত জানান তাঁরা৷ লেখেন, গোর্খাদের দাবিদাওয়ার স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর উদ্দেশ্যে নবান্নে একটি শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন গুরুংপন্থীরা৷

[পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, রোষের মুখে একাধিক জেলার পুলিশ সুপার ]

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে মোর্চা নেতা অন্যতম রোশন গিরি বলেন, “২৩ জানুয়ারি দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে গোর্খা জনজাতির সমস্যা নিয়ে স্থায়ী সমাধানের রাস্তা বাতলে দিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। এ বিষয়ে আমরাও তাঁর পাশে আছি।” দীর্ঘদিন ধরেই একাধিক মামলায় জেরবার বিমল গুরুং, রোশন গিরিরা৷ অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে সাঙ্গপাঙ্গ নিয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছে মোর্চার এই দুই শীর্ষ নেতা। একসময় পাহাড়ের বেতাজ বাদশা বিমল গুরুংয়ের ফেলে আসা সাম্রাজ্য এখন চালাচ্ছেন বিনয় তামাং-অনীতা থাপারা। রাজনৈতিক মহলের ধারণা, এখন যথেষ্ট চাপে রয়েছে বিমল গুরুংরা। তারা ভালই বুঝতে পারছে যে পাহাড়ের রাশ আর তাদের হাতে নেই৷ সে কারণেই এখন সুর নরম করে রাজ্যের সঙ্গে সমঝোতার বার্তা দিচ্ছে তারা৷

[২৫ বছর পর ফিরল নিখোঁজ বাবা, হাসপাতালে জড়িয়ে ধরল ছেলে]

প্রসঙ্গত, ২০১৭-র জুন থেকে দু’মাসের বেশি সময় ধরে অশান্ত হয়েছিল পাহাড়৷ রাজ্যের বিরুদ্ধে কার্যত রক্তক্ষয়ী আন্দোলনে নেমেছিল মোর্চারা৷ যেই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন বিমল গুরুং-রোশন গিরিরা৷ কড়া হাতে মোর্চার সেই আন্দোলনের মোকাবিলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশদ্রোহিতা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মোর্চা নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য৷ তাদের বিরুদ্ধে জারি হয় লুক-আউট নোটিশ এরপর অজ্ঞাত বাস থেকেই একাধিকবার রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মোর্চা নেতারা৷ কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থনও জানিয়েছেন তারা৷ তবে শুক্রবার তাদের এই হঠাৎ ভোলবদলে মামলা শিথিলের ছক দেখছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement