ছবি: প্রতীকী
তারক চক্রবর্তী, শিলিগুড়ি: এবার এসটিএফের জালে প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংহ। মালদহ থেকে গুয়াহাটি যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার তোলা হয়েছে আদালতে। বড়সড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
জানা গিয়েছে, গুয়াহাটিতে প্রাক্তন কেএলও জঙ্গিদের বৈঠক ছিল। সেখানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন মালখান সিং। গোপন সূত্র মারফত খবর পেয়ে হানা দেয় এসটিএফ। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় ওই প্রাক্তন কেএলও জঙ্গিকে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে তাঁকে। এসটিএফের তরফে জানানো হয়েছে, কী কারণে গুয়াহাটিতে বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেখানে কী ধরণের আলোচনা হত, তা জানতে, সেই সংক্রান্ত তথ্য পেতে মালখান সিংহকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হতে পারে।
কতদিন ধরে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই মালখান সিংহ? কী কারণে প্রাক্তন কেএলও-দের সঙ্গে এই বৈঠক? কী ছক কষছিল তাঁরা? তা এখনও অজানা। উল্লেখ্য, একের পর এক শিলিগুড়ি থেকে জঙ্গি গ্রেপ্তারির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ নাগরিকদের মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.