সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের আগে তৃণমূলের শক্তিবৃদ্ধি। অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে শাসক শিবিরে যোগ দিলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর (Humayun Kabir)। মঙ্গলবার কালনার সভায় শাসক শিবিরে যোগ দিলেন তিনি। দিনকয়েক আগে ইস্তফা দিয়েছিলেন হুমায়ুন কবীর। এর আগে প্রাক্তন পুলিশ কমিশনারের স্ত্রীও যোগ দিয়েছিলেন তৃণমূলে।
বীরভূম, পুরুলিয়ার পুলিশ সুপারের পর দিনকয়েক আগে চন্দননগরের (Chandannagar) পুলিশ কমিশনার হুমায়ুন কবীরকেও বদলি করা হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় গৌরব শর্মাকে। তবে বদলির নির্দেশ পাওয়ার পরই ইস্তফা দেন দক্ষ পুলিশ অফিসার হুমায়ুন কবীর। তাঁর ইস্তফা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা মাথাচাড়া দিয়েছিল। রাজনৈতিক মহলের একাংশে গুঞ্জন চলছিল এবার কি তবে রাজনীতিতে নাম লেখাবেন হুমায়ুন কবির? কারণ, আগে একাধিকবার সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। সেই সমস্ত মানুষের স্বার্থে ভোটের আগে ইস্তফা দিয়ে হুমায়ুন কবীরের রাজনীতিতে যোগ দেওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছিলেন কেউ কেউ। যদিও ইস্তফার নেপথ্যে শুধু মাত্র ব্যক্তিগত কারণ রয়েছে বলেই দাবি করেছিলেন হুমায়ুন কবীর।
মঙ্গলবার কালনার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। দিনকয়েক আগে তাঁর স্ত্রী অনিন্দিতাও যোগ দিয়েছিলেন তৃণমূলে। দলে যোগ দেওয়ার পর বিধানসভা ভোটে জেতার বিষয়ে আত্মপ্রত্যয়ের সুর শোনা যায় হুমায়ুন কবীরের গলায়। সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগে তৃণমূলে ভাঙন যেন লেগেই রয়েছে। একের পর এক নেতা-মন্ত্রী যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। লম্বা হচ্ছে ‘বেসুরো’দের তালিকাও। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। এই পরিস্থিতিতে হুমায়ুন কবীরের শাসক শিবিরে যোগদান যেন অক্সিজেন জোগাচ্ছে শীর্ষনেতৃত্বকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.