Advertisement
Advertisement
খড়গপুর উপনির্বাচন

‘বিজেপি জিতলে খড়গপুরের আরও সর্বনাশ হবে’, আশঙ্কায় পদ্ম শিবিরের প্রাক্তন নেতা

দিলীপ ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রাক্তন ওই বিজেপি নেতা।

EX BJP leader Pradip Pattanayek slammed state president Dilip Ghosh
Published by: Sayani Sen
  • Posted:November 24, 2019 10:52 am
  • Updated:November 24, 2019 10:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই সোমবার খড়গপুরে উপনির্বাচন। তার আগে বিজেপি নেতৃত্বের অন্দরে স্পষ্ট ভাঙনের ইঙ্গিত। বিজেপি জিতলে খড়গপুরের আরও সর্বনাশ হবে বলে সুর চড়ালেন উপনির্বাচনের নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা প্রদীপ পট্টনায়কের। 

খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে লড়েছিলেন। তিনি জিতে যাওয়ায় আপাতত ওই আসনটি ফাঁকা। তাই সেখানেই উপনির্বাচন হবে সোমবার। এই উপনির্বাচনের নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন প্রদীপ পট্টনায়ক। তিনি একসময় ওতপ্রোতভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে ‘বিজেপি বাঁচাও খড়গপুর বাঁচাও’ নামে একটি সংগঠন তৈরি করেছেন তিনি। শনিবার শেষ প্রচারে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওই নির্দল প্রার্থী। তিনি বলেন, “বিজেপি জিতলে এখানে আরও সর্বনাশ হয়ে যাবে। বিজেপি এখানে জিতে গেলে খড়গপুরের দুর্ভাগ্য হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি বিজেপির বিরুদ্ধেও লড়াই করছি।”

Advertisement

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভোটের জয়ের নেপথ্য কাহিনি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ব্যক্তিগত ক্যারিশ্মাকে কাজে লাগিয়ে দিলীপ ঘোষ ভোটে জেতেননি বলেই অভিযোগ প্রদীপ পট্টনায়েকের। তাঁর পালটা দাবি, “লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ নিজের ক্ষমতাতে জেতেননি। মানুষ মোদিকে চেয়েছিলেন তাই মানুষ বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন।” খড়গপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ। ভোটের আগে তাঁকেও আক্রমণ করতে ছাড়েননি নির্দল প্রার্থী। দিলীপ ঘোষ এবং প্রেমচাঁদ ঝাঁকে ‘মহিষাসুর’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, “ওই দুই বিজেপি নেতা খড়গপুরের বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

[আরও পড়ুন: অনলাইন শপিংয়ের নেশায় বুঁদ? সমীক্ষা বলছে, আপনি মানসিক রোগী]

অভিমানের সুরে নির্দল প্রার্থী হিসাবে উপনির্বাচনে লড়ছেন ঠিকই। তবে তিনি আজীবন বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন বলতেও দ্বিধাবোধ করেননি প্রদীপ পট্টনায়েক। দলের অন্দরের কোন্দল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ফিসফিসানি শুরু হয়েছে। তবে এ বিষয়ে দিলীপ ঘোষ কিংবা দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement