Advertisement
Advertisement

পার্টি ফান্ডে টাকা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে মার, অভিযুক্ত তৃণমূল

অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর দিকে৷

 Ex-Army officer is allegedly beaten by TMC goons
Published by: Tanujit Das
  • Posted:February 18, 2019 3:36 pm
  • Updated:February 18, 2019 3:57 pm  

বিক্রম রায়, কোচবিহার: পার্টি ফান্ডে টাকা না দেওয়ায় প্রহৃত অবসরপ্রাপ্ত সেনা জওয়ান সমীর কুমার দাস৷ রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দেওয়ানহাট এলাকায়৷ অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী এবং তার সহযোগীদের দিকে৷ এদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা ও তার অভিযুক্ত স্বামী৷

[তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মরত বিজ্ঞানী ]

Advertisement

জানা গিয়েছে, দু’বছর আগে সেনার চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন প্রহৃত জওয়ান সমীর কুমার দাস৷ বর্তমানে তিনি অস্থায়ী ভাবে থাকেন বালুরঘাটে এবং তাঁর মা ও পরিবারের অন্যরা থাকেন কোচবিহারের দেওয়ানহাটে৷ মাঝে মধ্যে কোচবিহারের বাড়িতে যান সমীরবাবু৷ তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর কাছ থেকে পার্টি ফান্ডের নামে মোটা অঙ্কের টাকা চাইত দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝর্ণা সরকারের স্বামী শিবু সরকার৷ তাঁর কাছ থেকে দলের নামে চার লক্ষ টাকা চায় সে৷ প্রথমে তা দিতে অস্বীকার করেন সমীরবাবু৷ পরে বাধ্য হয়ে এক লক্ষ টাকা দেন তিনি৷ কিন্তু তাতেও অভিযুক্তদের ক্ষোভ প্রশমিত হয়নি৷ অভিযোগ, রবিবার সমীরবাবুকে বাড়ির কাছের একটি জায়গায় নিয়ে গিয়ে মারধর করে মূল অভিযুক্ত শিবু সরকার ও তার দলবল৷ ধারাল অস্ত্র দিয়ে তাঁকে মারা হয়৷ গায়ে একাধিক ক্ষতের সৃষ্টি হয়েছে তাঁর৷ সমীর দাসকে পরে উদ্ধার করেন স্থানীয়রা৷ এবং তাঁকে ভরতি করা হয় কোচবিহার গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷

[প্রহসন অব্যাহত, মাধ্যমিকের পঞ্চম দিনেও ফাঁস প্রশ্নপত্র]

এরপরই স্থানীয় পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকারের স্বামী শিবু সরকার ও তার দলবলের বিরুদ্ধে কোচবিহার কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিবু সরকার৷ তাদের পালটা অভিযোগ, প্রাক্তন সেনা জওয়ান সমীর কুমার দাস চার লক্ষ টাকার প্রতারণা করেছে৷ এই ঘটনার পিছনে, শাসকদলের গোষ্ঠী কোন্দলই মূল কারণ বলে দাবি করছেন স্থানীয়রা৷ সূত্রের খবর, প্রহৃত সমীর কুমার দাস যুব তৃণমূলের সদস্য৷ অন্যদিকে পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী আদি তৃণমূলের সদস্য৷ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা বলে মনে করছেন স্থানীয়রা।

ছবি: দেবাশিস বিশ্বাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement