ফাইল ছবি
শংকরকুমার রায়, রায়গঞ্জ: সোমবার উচ্চমাধ্যমিকের (HS) ইংরেজি পরীক্ষা। আর তার একদিন আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শোরগোল রায়গঞ্জে। শনিবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া সাইবার ক্রাইম থানায় উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করল একদল পরীক্ষার্থী। “পুরোটাই ভুয়ো খবর, প্রশ্ন ফাঁসের নামে ভুল খবর”, দাবি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের।
অভিযোগকারী পরীক্ষার্থীর দাবি, এক ব্যক্তির ফোনের কথা যাচাই করতে গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়। সেখানে চ্যাটিংয়ে ওপার থেকে এক ব্যক্তির কথায় উঠে আসে ৮ থেকে ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়া যাচ্ছে বলে জানা যায়। প্রমাণ হিসাবে হাতে লেখা এক সেট ইংরেজি প্রশ্ন পোস্ট করা হয়। তাই নিয়ে থানার দ্বারস্থ হয়েছি। ফলে আমরা ভালো পড়াশোনা করেও যদি প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছি। তাই থানার দ্বারস্থ হয়েছি।” উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আরও অভিযোগ, “হাতে লেখা ইংরেজি প্রশ্নপত্রের কিছু নমুনা সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে।”
এব্যাপারে,রবিবার রায়গঞ্জ পুলিশ সুপার সানা আকতার বলেন,”সাইবার ক্রাইমে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন সাইবার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। তবে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করতে গুজবও হতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” থানার সূত্রে জানানো হয়, অভিযোগ খতিয়ে দেখা হবে। অন্যদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উত্তর দিনাজপুর জেলার আহ্বায়ক সুব্রত সাহা বলেন, “প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন।তবে তবুও খোঁজ নেওয়া হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.