Advertisement
Advertisement

Breaking News

সম্পর্কের অবনতি, ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ঘটনার তদন্তে পুলিশ৷

Engineering student kills self in Purbasthali
Published by: Kumaresh Halder
  • Posted:November 3, 2018 4:48 pm
  • Updated:November 3, 2018 4:48 pm  

রিন্টু ব্রহ্ম, কালনা: ব্রেক-আপের পর ফেসবুক পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা৷ নাবালিকা ছাত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণেই এই ঘটনা বলে থানায় অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার৷ শুক্রবার ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী থানার বেলগাছি এলাকায়৷

[ভাইফোঁটার আগে পথভোলা বোনকে বাড়ি ফেরাল হাসপাতাল]

মররা এলিট ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পাপাই দাস৷ গত দেড় বছর আগে পূর্বস্থলীর দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পাপাইয়ের৷ বন্ধুত্বের সম্পর্ক গড়ায় প্রেমে৷ অভিযোগ, সম্প্রতি উভয়ের সম্পর্কে অবনতি ঘটে৷ বিচ্ছেদ ঘটে প্রেমে৷ সম্পর্কে বিচ্ছেদের ঘটনা কোনও ভাবেই মেনে নিতে পারেননি ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া৷ ধীরে ধীরে মানুষিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন পাপাই৷ প্রায় মাসখানেক ধরেই ফেসবুকে হতাশাজনক পোস্ট দিতে থাকেন৷ কিন্তু, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেবে পাপাই, তা কল্পনাও করেনি তাঁর পরিবার৷ ছেলের চলন-বলনে কিছু পরিবর্তন দেখতে পেলেও কিছুই আঁচ করতে পারেননি পাপাইয়ের বাবা নির্মল দাস৷

Advertisement

[পরকীয়ায় মজে যুবক-যুবতী, বিয়ে দিয়ে দিলেন গ্রামবাসীরাই]

তিনি জানান, ফেসবুকে স্টেটাস দিয়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির চিলেকোঠায় গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক৷ পরে, পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করে মৃত যুবকের পরিবার৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

[ভাইকে খুন, অভিযুক্ত দাদার ফাঁসির দাবিতে মৌন মিছিল বনগাঁয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement