Advertisement
Advertisement
দুর্ঘটনা

ডুয়ার্সে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু পূর্ত দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের

দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন।

Engineer died in a road accident in Malbazar's NH 31
Published by: Sayani Sen
  • Posted:June 24, 2020 12:07 pm
  • Updated:June 24, 2020 12:16 pm  

অরূপ বসাক, মালবাজার: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু পূর্ত দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা-বাতাবাড়িমুখী ৩১ নম্বর জাতীয় সড়কের ধূপঝোরা মোড় এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম আরও দু’জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।

একটি ছোট গাড়িতে করে পূর্ত দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ তিনজন জাতীয় সড়ক ধরে চালসা থেকে বাতাবাড়ির দিকে যাচ্ছিল। ধূপঝোরা মোড় এলাকায় ওই সময় উলটো দিক থেকে একটি গাড়ি আসছিল। ছোট গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি।  ছোট গাড়ির সামনের দিকটি দুমড়ে মুচরে যায়। সামনে থাকা দুই ব্যক্তি ও পিছনের একজন চাপা পড়ে যায়। খবর পেয়ে মেটেলি থানার ওসি মুরালি মোহন সাহা-সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়।

Advertisement

[আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ফলতার তৃণমূল বিধায়কের]

গাড়িতে চাপা পড়ে যাওয়া ব্যক্তিদের গাড়ি থেকে টেনে বের করা হয়। খবর পেয়ে এলাকায় যান জলপাইগুড়ি রেসকিউ টিমের কর্ণধার স্বরূপ মণ্ডলও। তিন ব্যক্তিকেই উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। সঞ্জীব চক্রবর্তী নামে মৃত ওই ব্যক্তি  পূর্ত দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্স ইঞ্জিনিয়র ছিলেন। তিনি জলপাইগুড়ির কদমতলা দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা।

জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর জখম হন। তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে  শিলিগুড়ির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। তবে ঘাতক গাড়িটির এখনও খোঁজ পাওয়া যায়নি। সেই গাড়িটির খোঁজে চলছে তল্লাশি।   

[আরও পড়ুন: করোনা রোগী সন্দেহে দেহ দাহতে বাধা, আলিপুরদুয়ারে সৎকার নিয়েও ‘রাজনীতি’ বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement