পলাশ পাত্র, তেহট্ট: ৭ দিন পর অবশেষে খোঁজ মিলল নোডাল অফিসার অর্ণব রায়ের। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় তাঁর সন্ধান পায় সিআইডি আধিকারিকেরা। এরপর বেশ কিছুক্ষণ হাওড়ার শিবপুরে শ্বশুরবাড়িতে ছিলেন তিনি। তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে থাকা রহস্যের সন্ধান পেতে ভবানী ভবনে নিয়ে গিয়ে অর্ণব রায়কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকেরা।
২৯ এপ্রিল কৃষ্ণনগর কেন্দ্রে ভোটগ্রহণ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি চলাকালীন ১৮ এপ্রিল উধাও হয়ে যান কৃষ্ণনগরের ইভিএম, ভিভিপ্যাট দেখভালের দায়িত্বে থাকা নোডাল অফিসার অর্ণব রায়। দীর্ঘক্ষণ খোঁজখবরের পরেও তাঁর হদিশ না মেলায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী অনিশা যশ। আধিকারিকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি জানানো হয় নির্বাচন কমিশনেও। নিখোঁজ আধিকারিকের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। ভোটের আগে নোডাল অফিসারের নিখোঁজের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আভাস পান বিরোধী দলের নেতারা। পর্যাপ্ত তদন্তের দাবিতে সোচ্চার হয় সব রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে বুধবার নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তার দ্বারস্থ হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কয়েকদিন কেটে যাওয়ার পরেও ওই অফিসারের সন্ধান না মেলায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এমনকী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন নিখোঁজ আধিকারিকের স্ত্রী।
আরও পড়ুন: মোদির সভায় যাওয়ায় আক্রমণের শিকার, বিজেপিকর্মীদের পাশে রূপা গঙ্গোপাধ্যায়
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় নিখোঁজ অর্ণব রায়ের হদিশ পান সিআইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, এদিন সকালে বেশ কিছুক্ষণ হাওড়ার শিবপুরে শ্বশুরবাড়িতে থাকেন তিনি। ইতিমধ্যেই, বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্ণব রায়ের স্ত্রী। তবে, এখন কিছুটা স্বস্তিতে পরিবার। কিন্তু কেন হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন অর্ণব রায়? কীভাবে ফিরলেন? কোথায় ছিলেন তিনি? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে। সূত্রের খবর, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে নিখোঁজ নোডাল অফিসারকে। তাঁর উত্তরেই রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.