Advertisement
Advertisement
হাতি

মাদারিহাটে বৃদ্ধাকে পিষে মারল দাঁতাল, ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের

দেখুন সেই রোমহর্ষক ঘটনার ভিডিও।

Elephant tramples elderly woman to death at Madarihat
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 31, 2019 5:14 pm
  • Updated:May 31, 2019 9:06 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: বৃদ্ধাকে পায়ের নিচে পিষে মারল দাঁতাল। আহত আরও ২ জন। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়। জানা গিয়েছে, এখনও ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে দাঁতাল হাতির দল। অতি শীঘ্রই দাঁতালগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন জলদাপাড়ার ডিএফও। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।  

[আরও পড়ুন: ক্যানসার কাড়ল প্রাণ, প্রয়াত কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়]

শুক্রবার ভোরে হঠাৎই আলিপুরদুয়ারের মধ্য মাদারিহাট এলাকার বাসিন্দাদের নজরে পড়ে একটি দাঁতাল। সাত সকালে লোকজন খুব একটা না থাকলেও, যে কজন ছিলেন প্রাণে বাঁচতে দ্রুত এলাকা থেকে চম্পট দেন তাঁরা। জানা গিয়েছে, সেই সময় রাধিকা ওঁরাও নামে এক মহিলা ছিলেন ওই এলাকায়। নজর পড়তেই তাঁর উপর চড়াও হয় দাঁতালটি। মুহূর্তে বৃদ্ধাকে পিষে দেয় হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাধিকা ওঁরাওয়ের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এর কিছুক্ষণের মধ্যেই ফালাকাটার মাদারিহাট রোডে একটি চলন্ত টোটোয় হামলা চালায় একটি দাঁতাল। আচমকা আক্রমণে যাত্রী-সহ উলটে যায় টোটোটি। গুরুতর আহত হন দুই যাত্রী। 

Advertisement

toto

[আরও পড়ুন: বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার, অভিযুক্তের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ]

সূত্রের খবর, শুক্রবার ভোরে প্রায় ১১টি হাতির একটি দল আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারাণ্য থেকে বেরিয়ে পড়ে। বিভিন্ন দলে জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকার ছড়িয়ে পড়ে তারা। এরপরই বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় ওই হাতির দল। দাঁতালবাহিনী নজরে পড়তেই খবর পাঠানো হয় বনদপ্তরে। তবে ততক্ষণে ঘটে গিয়েছে দুর্ঘটনা। জলদাপাড়া বনদপ্তরের ডিএফও কুমার বিমল জানিয়েছেন, বনকর্মীরা গোটা এলাকা ঘিরে ফেলেছেন। সন্ধের মধ্যেই জঙ্গলে ফেরানো হবে দাঁতালগুলিকে। পাশাপাশি, মৃত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। লোকালয়ে হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। শুক্রবার সকাল থেকে কার্যত ঘরবন্দি মাদারিহাটের বাসিন্দারা। 

দেখুন ভিডিও: 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement