সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ফের রাস্তায় উঠে দাঁতালের তাণ্ডবের সাক্ষী ঝাড়গ্রাম। রাজ্য সড়কের পর এবার জাতীয় সড়কে ঘণ্টা দুয়েক দাপাদাপি করে বেড়াল গজরাজ। তার জেরে রবিবার সকালে ঝাড়গ্রামের লোধাশুলিতে জাতীয় সড়কে থমকে গেল পণ্যবাহী গাড়ি-সহ যাত্রীবাহী বাস। আগের দিনের মতো শুঁড় গলিয়ে গাড়িগুলিতে তল্লাশি চালায় দাঁতালটি। ধাক্কা মেরে গাড়ি উলটে দেওয়ার চেষ্টা করলে। আর
তাতেই থরহরিকম্প দশা গাড়ির চালক, খালাসিদের।
শনিবার রাতেও লোধাশুলি লাগোয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দরজা ভেঙে চাল খেয়েছে দাঁতালটি। গ্রামের এক দোকানে হামলাচালানোর পর জাতীয় সড়কেও একটি দোকান ভাঙে সে। রবিবার ঝাড়গ্রাম থানার লোধাশুলিতে ছয় নম্বর জাতীয় সড়কে দীর্ঘ দু’ঘন্টা অবরোধের ফলে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি দাঁতালই গত কয়েকদিন ধরে এই লোধাশুলি রেঞ্জের বিভিন্ন গ্রামে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।বিদ্যালয়ে হামলার পাশাপাশি গ্রামবাসীদের বাড়িঘরও ভাঙছে।
গত শুক্রবারই ঝাড়গ্রাম থানার শালবনিতে রাজ্য সড়কে উঠে একইভাবে দাপিয়ে বেড়িয়েছিল দাঁতালটি। একটি ওষুধ বোঝাই গাড়ি উল্টে দিয়েছিল। গ্রামে একজনকে আহত করেছিল। তাকে দেখে ভয়ে পালাতে গিয়ে আহত হয়েছিলেন সিআইএফ-এর এক জওয়ানও। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার লোধাশুলি রেঞ্জের ডালকাটি গ্রামে প্রথমে হামলা চালায় দাঁতালটি। ডালকাটি লোধাপড়া প্রাথমিক বিদ্যালয়ের দরজা
ভেঙে মিড-ডে মিলের চাল খেয়ে ফেলে। সেই গ্রামের চুনারাম মাহাতো নামে এক গ্রামবাসীর মুদির দোকানের দরজা ভেঙে জিনিসপত্র নষ্ট করে।
এরপর রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ লোধাশুলিতে মানস মাহাতোর দোকানের দরজা এবং নন্দলাল মাহাতোর গুদামের দরজা ভেঙে জিনিসপত্র তছনছ করে দেয়। ভোর পাঁচটা নাগাদ লোধাশুলির জাতীয় সড়কে উঠে শুরু হয় দাঁতালটির তাণ্ডব। কখনও রাস্তার উপর হেঁটে বেড়াচ্ছে, তো কখনও দাঁড়িয়ে থাকা গাড়িগুলির দিকে তেড়ে গিয়ে, আবার গুটি গুটি পায়ে এগিয়ে এসে শুঁড় গলিয়ে খাবারের খোঁজ করে।কিছু না পেয়ে শুঁড় তুলে আপত্তিও জানিয়েছে। তাতেও কিছু না হওয়ায় মাথা দিয়ে গাড়িতে ধাক্কা মেরে উলটে দেওয়ার চেষ্টা করে।
দীর্ঘ সময় ধরে দাঁতালের এই উৎপাতে গাড়ির চালক,যাত্রীদের থরথরিয়ে কাঁপছেন মানুষজন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই দাঁতালটি খাবারের জন্য জাতীয় সড়কে উঠে আসছে। বিশেষ করে হাতিটি পণ্যবাহী গাড়িগুলিতেই বেশি করে খাবারের খোঁজ চালিয়েছে। প্রায় দু’ঘন্টা এভাবে দাপিয়ে বেড়ানোর পর স্থানীয় বাসিন্দারা হাতিকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেন। কিন্তু যেভাবে নিত্যদিন এই দাঁতালটি রাজ্য সড়ক,
জাতীয় সড়কে উঠে এসে তাণ্ডব চালাচ্ছে, তাতে তীব্র আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ থেকে গাড়ি চালক, যাত্রীরা।
এনিয়ে ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হোলেইচ্ছি বলেন, ‘একটা হাতিই এরকম ঘটনা ঘটাচ্ছে। একবার ও গাড়ি থেকে খাবার পেয়েছিল, তাই ওর কাছে গাড়ি মানেই খাবার। তাই এমন তাণ্ডব চালাচ্ছে। আমরা চেষ্টা করছি, এই হাতিটিকে যাতে জঙ্গলের কোর এরিয়ায় পাঠিয়ে দেওয়া যায়।’ তবে খাবারের খোঁজে নিত্যদিন এভাবে হাতির তাণ্ডবে ব্যাপক সমস্যায় জঙ্গল লাগোয়া ঝাড়গ্রামের বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.