Advertisement
Advertisement

মালবাজারে হাতির হানায় মৃত মহিলা, ছড়াল আতঙ্ক

জঙ্গল সংকীর্ণ হয়ে আসায় বন্যপ্রাণীর হামলা ক্রমশই বাড়ছে।   

Elephant kills woman in Malbazar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2018 5:22 pm
  • Updated:June 16, 2018 5:22 pm

অরূপ বসাক, মালবাজার: উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমশই বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে সংঘাত। হাতির হামলায় মৃত এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের উত্তর ধুমপাড়ায়। মৃতার নাম কবিমায়া কামি। ঘটনায় আহত হয়েছে মৃতার নাতনি। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

[সঙ্গিনী ও এলাকা দখলের লড়াইয়ে শেষে প্রাণ গেল দুই বাইসনের]

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাতে ডায়নার জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি হাতি। বেশ কিছুক্ষণ এলাকায় তাণ্ডব চালানোর পর রাত একটা  সেটিকে জঙ্গলে তাড়িয়ে দেওয়া হয়। তারপর নিজের ঘরে ফিরে যান গ্রামবাসীরা। রাত দুটো নাগাদ ফের গ্রামে ঢুকে পড়ে হাতিটি। হামলা চালায় মৃতার বাড়িতে। নাতনিকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে হামলা এড়াতে পারেননি ওই মহিলা। তাঁকে শুঁড়ে জাপটে ধরে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ছিটকে পড়ে গুরুতর আহত হয় তাঁর নাতনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। শনিবার সকালে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে বানারহাট থানার পুলিশ। বিন্নাগুড়ির রেঞ্জার জানিয়েছেন, নিয়মমাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে মৃতার পরিবারকে।

বিশেষজ্ঞদের দাবি, জঙ্গলে থাবা বসিয়েছে শহর। ফলে খাবারের অনটনে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা। কয়েকদিন আগেই আলিপুরদুয়ারের রায়ডাক চা-বাগানে চিতাবাঘের হামলার মুখে পড়েন দুই শ্রমিক। শিশুশিক্ষা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে পড়ে দাঁতাল হাতি। এর ঘটনার কয়েকদিন আগেই মালবাজারে হাতির আক্রমণে প্রাণ হারান এক ব্যক্তি। আলিপুরদুয়ারে ছড়ায় বাইসনের আতঙ্ক। সব মিলিয়ে জঙ্গল সংকীর্ণ হয়ে আসায় বন্যপ্রাণীর হামলা ক্রমশই বাড়ছে।

[ফেসবুকে প্রেম, প্রতারিত হয়ে আত্মঘাতী এসএসকেএম হাসপাতালের কর্মী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement