Advertisement
Advertisement

প্রৌঢ়কে শুঁড়ে তুলে আছাড় দাঁতালের

গত মাসেই ওই দাঁতালের হামলায় পিড়াকাটায় এক মহিলার মৃত্যু হয়৷ আতঙ্কে এলাকাবাসী৷

Elephant kills man
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 3:55 pm
  • Updated:October 19, 2016 3:55 pm  

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ফের হাতি হামলা৷ এবার উন্মত্ত গজরাজ শুঁড়ে পেঁচিয়ে মর্মান্তিকভাবে খুন করল এক প্রৌঢ়কে৷ মঙ্গলবার রাতে মেদিনীপুরের গোলকচক এলাকায় মাছ চাষের জলাশয়ে কতটা জল আছে তা দেখতে টর্চ হাতে সেখানে গিয়েছিলেন খগেন্দ্রনাথ মাহাতো (৬০)৷ কাজ সেরে বাড়ির দিকে পা বাড়াতে যাবেন, তখনই দাঁতালটি আক্রমণ করে৷

দাঁতালের ভয়ে প্রাণভয়ে তখনই উল্টো দিকে দৌড় মারার চেষ্টা করেন খগেন্দ্রবাবু৷ কিন্তু কাদা মাটিতে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যান৷ উঠে পালানোর চেষ্টা করেন খগেন্দ্রবাবু৷ কিন্তু সে সুযোগ আর মেলে না৷ দাঁতাল হাতি শুঁড়ে পেঁচিয়ে জমিতে আছাড় মারে তাঁকে৷ পর পর দু’বার৷ তারপর যুজেয়ের হুঙ্কার ছেড়ে বিদায় নেয় সেখান থেকে৷ আর জমিতে পড়ে থাকে খগেন্দ্রবাবুর রক্তাক্ত থেঁতলানো নিথর দেহ৷

Advertisement

এদিকে বহুক্ষণ কেটে গেলেও বাড়ি না ফেরায় খগেন্দ্রবাবুর খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা৷ জমির কাছাকাছি আসতেই দেখতে পান রক্তের ছাপ৷ তারপরেই খগেন্দ্রবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখে তাঁরা চমকে উঠেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে৷ বুধবার ভোরে বন দফতরের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পিড়াকাটা ফরেস্ট রেঞ্জে৷ তারপর মেদিনীপুর সদর হাসপাতালে৷

পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে একদল হাতি তাণ্ডব চালাচ্ছিল ওই এলাকায়৷ এদিন দলছুট হয়ে দাঁতালটি জলাজমিতে এসে পড়ে৷ প্রসঙ্গত ২৭ সেপ্টেম্বর ওই দাঁতালটির হামলায় পিড়াকাটায় এক মহিলার মৃত্যু হয়৷ জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত দু’মাসে মেদিনীপুরে গোয়ালতোড়, শালবনি,  পিড়াকাটা ও চন্দ্রায় হাতির আক্রমণে বলি হন সাতজন৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ স্থানীয় পরিবেশবিদদের কথায়, মানুষ নিজের প্রয়োজনে অবাধে গাছ কেটে পাচার করছে আর সেই সঙ্গে কমছে জঙ্গলের পরিধি৷ স্বাভাবিকভাবেই বাসস্থান ও খাদ্যের অভাবে বাধ্য হয়ে দাঁতালরা প্রায়ই বিপর্যস্ত করছে জনজীবন৷ এমনকী প্রাণহানিও ঘটছে বহু ক্ষেত্রে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement