ছবি - প্রতীকী
অরূপ বসাক, মালবাজার: ফের হাতির হানায় মৃত্যু। তবে এবার লোকালয়ে নয়, ঘটনাটি ঘটেছে লাটাগুড়ির জঙ্গলে। হাতির হামলায় দুই মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ১২ জনের একটি দল লাটাগুড়ির জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে জ্বালানি আনতে গিয়েছিল তারা। ওই দলেই ছিলেন নিহত দুই মহিলা। হঠাৎই হাতির দলের সামনে পড়ে যায় তারা। তখনই দলটির উপর হামলা চালায় হাতিরা। ছত্রভঙ্গ হয়ে পড়ে সবাই। বাকিরা পালিয়ে গেলেও ওই দুই মহিলা পালাতে পারেননি। এক দাঁতালের সামনে পড়ে যান তাঁরা। তখনই দু’জনকে শুঁড় দিয়ে তুলে তাঁদের আছাড় মারে দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। দলের বাকি লোকেরা গ্রামে ফিরে ঘটনার খবর জানায়। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরে। বৃহস্পতিবার সকালে পুলিশ ও বনকর্মীদের একটি দল জঙ্গলে ঢুকে ওই মৃতদেহ দু’টি উদ্ধার করে।
[ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, আত্মঘাতী যুগল ]
উত্তরবঙ্গে লোকালয়ে হাতির হামলার খবর প্রায়ই শোনা যায়। কিন্তু হাতির হানায় যাতে কারওর প্রাণহানি না হয়, তাই কিছুদিন আগেই ওই এলাকায় গ্রামবাসীদের নিয়ে একটি শিবির করেছিল বনদপ্তর ও পুলিশ। কিন্তু তাতেও যে সচেতনতা বাড়েনি, তা বোঝাই যাচ্ছে। অনেকে একে নিছক দুর্ঘটনা বলেই বর্ণনা করেছেন। জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে অনেকেই যায়। কেউ বাঘের হানায়, কেউ হাতির হানায় প্রাণ হারায়। এক্ষেত্রেও তেমনই একটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বনদপ্তর বা পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
[ তুফানগঞ্জে NBSTC-র ডিপোয় তালা, ব্যাহত সরকারি বাস পরিষেবা ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.