Advertisement
Advertisement
ELEPHANT

কালীপুজোর সকালে হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের যুবকের, দ্রুত সরকারি সাহায্যের আশ্বাস বনদপ্তরের

সাইকেলে যাওয়ার সময় ওই যুবকের উপর হামলা চালায় দাঁতাল।

Elephant killed a youth of Jhargram on thursday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 4, 2021 3:04 pm
  • Updated:November 4, 2021 3:04 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: কালীপুজোর (Kali Puja) সকালে মর্মান্তিক দুর্ঘটনা। হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের মুড়াকাটির জামবনী এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, মৃতের নাম তপন কঁউয়র। ঝাড়গ্রামের জামবনির বাসিন্দা তিনি। একটি মিষ্টির দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে সাইকেলে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় হাতির দলের সামনে পড়ে যান। তখনই দাঁতাল শুঁড়ে তুলে আছাড় মারে তপনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়েই পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুজোর পর কালীপুজোতেও বুর্জ খলিফা! জলপাইগুড়ির মণ্ডপ দেখতে মানুষের ঢল]

বনদপ্তরের তরফে জানানো হয়েছে, মৃতের পরিবার ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। ৭৫ শতাংশ টাকা প্রথমে মিলবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর পাওয়া যাবে বাকি টাকা। আলোর উৎসবের মাঝে তপনবাবুর এই পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ঝাড়গ্রাম, মেদিনীপুরের জঙ্গলমহল মানেই যখন তখন বন্যপ্রাণীর হামলার আতঙ্ক। জঙ্গলের ঘেরাটোপ পেরিয়ে হাতির লোকালয়ে আগমন নতুন কিছু নয় এখানকার বাসিন্দাদের কাছে। হাতির উৎপাতে জমি ফসল কিংবা ঘরবাড়ি তছনছ করার সঙ্গেও তাঁরা অনেকটাই অভ্যস্ত। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ঝড়গ্রামের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছিল ২৪ থেকে ২৭টি হাতি। তারা কখনও দাঁড়িয়ে পড়েছে জাতীয় সড়কে। যার জেরে আটকে গিয়েছে যানচলাচল। কখনও জমিতে ঢুকে নষ্ট করেছে বিঘার পর বিঘার ফসল। বাড়ছে হাতির হানায় প্রাণ হারানোর ঘটনা, যার জেরে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

[আরও পড়ুন: কালীপুজোয় রাতভর পুণ্যার্থীদের জন্য খোলা দক্ষিণেশ্বর মন্দির, তবে বন্ধ প্রসাদ বিতরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement