Advertisement
Advertisement

Breaking News

হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ হাতির, তদন্তে বনদপ্তর

হাতি দুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

Elephant electrocuted to death
Published by: Sayani Sen
  • Posted:January 12, 2019 10:23 am
  • Updated:January 12, 2019 10:23 am  

সম্যক খান, মেদিনীপুর: খেত থেকে উদ্ধার দুটি হাতির মৃতদেহ৷ শনিবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদরের নেপুরায়৷ হাতি দুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন বনকর্মীরা৷ হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি দুটি মারা গিয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান বনদপ্তরের৷ মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ মৃত্যুর কারণ নিশ্চিত হতে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত বনদপ্তরের৷

প্রতিবন্ধীকে গণধর্ষণ হুগলিতে, ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর জানল পুলিশ

দিনকয়েক ধরেই হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠছিলেন পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা৷ কখনও তারা খেতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তো কখনও আবার গজরাজের হামলায় জখম হচ্ছেন অনেকে৷ দলমা থেকে আসা হাতিরাই এখন হয়ে উঠেছে মাথাব্যথার কারণ৷ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে আশ্রয় নিয়েছে তারা৷ বিকেলের পর থেকেই শুরু হয় তাণ্ডব৷ শুক্রবারও একই ঘটনা ঘটে৷ সন্ধের পর থেকে মেদিনীপুর সদরে নেপুরার বিভিন্ন প্রান্তে তাণ্ডব শুরু করে হাতির পাল৷ ক্ষেতের উপর দিয়ে যাচ্ছিল তারা৷ রাতভর চলে দাপাদাপি৷ শনিবার ভোর চারটে নাগাদ হাইটেনশন তার ঝুলছিল৷ ওই দলে থাকা দুই হাতি হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুটি হাতি৷ শনিবার সকালে ঘুম থেকে উঠে খেতের দিকে আসছিলেন গ্রামবাসীরা৷ তাঁরাই প্রথমে হাতি দুটিকে খেতের মধ্যে পড়ে থাকতে দেখেন তাঁরা৷ কাছে এগিয়ে গিয়ে তাঁরা বুঝতে পারেন হাতি দুটি মারা গিয়েছে৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে৷ কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান৷ হাতি দুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷

Advertisement

ELEPHANT

বউদির সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্বামী, প্রতিবাদ করায় গৃহবধূকে খুন

মেদিনীপুর সদরের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, ‘‘হাতি দুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট হাতে আসার পরই শুরু হবে তদন্ত৷ প্রাথমিকভাবে অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছে তারা৷ কীভাবে হাতি দুটি বিদ্যুৎস্পৃষ্ট হল, তা জানার জন্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলব৷’’ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement