অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: জঙ্গলে, নিজস্ব বাসস্থানের নিভৃতিতে নয়। প্রকাশ্যে চা বাগানের রাস্তার মধ্যে সন্তান প্রসব করল হস্তিনী (Elephant)! এই বিরল ঘটনার সাক্ষী শিলিগুড়ির (Siliguri) নকশালবাড়ির মানুষজন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনার চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের মহাসিংজোতের অটল চা বাগান এলাকায়। মা ও সন্তানকে নিরাপদে জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন বনকর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে টুরুরিয়াঝার জঙ্গল থেকে একটি গর্ভবতী হাতি চা বাগান পেরচ্ছিল। তার গন্তব্য ছিল, বাগডোগরার জঙ্গল। সেসময় অটল চা বাগানের মূল রাস্তার উপরই সন্তান প্রসব (Baby Delivery) করে ফেলে হাতিটি। ভোরবেলায় বিষয়টি চা বাগান শ্রমিকদের নজরে আসতেই তাঁরা খবর দেন বনদপ্তরে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা (Bagdogra)রেঞ্জের বন আধিকারিক ও কর্মীরা৷ তখনও হাতি এবং তার সদ্যোজাত সন্তান সেখানেই পড়েছিল।
সাধারণ মানুষ, গ্রামবাসী এবং জঙ্গলে থাকা অন্য কোনও প্রাণী যাতে হাতিটিকে বিরক্ত না করে, তার জন্য বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে নেয় এবং মাইকিং শুরু করে। দীর্ঘক্ষণ নজরদারির পর হাতির বাচ্চা এবং মায়ের শারীরিক অবস্থা স্বাভাবিক হলে ধীরে ধীরে বনকর্মীরা তাদের বাগডোগরা জঙ্গলে পাঠিয়ে দেন। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ বলেন, “শাবকটি সুস্থ রয়েছে। আমরা শিশু-সহ হাতিটিকে জঙ্গলে নিরাপদে পাঠিয়ে দিয়েছি। বনকর্মীরা দু’জনের উপরই নজর রাখছেন।”
এ ধরনের ঘটনা বিরল। হাতি সাধারণত নিজের বাসস্থানের বাইরে যেখানে-সেখানে সন্তান প্রসব করে না। প্রাণিবিজ্ঞানীদের মতে, এই হাতিটি অত্যন্ত নিরুপায় হয়েই চা বাগান এলাকার রাস্তার উপরেই সন্তান প্রসব করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.