Advertisement
Advertisement
ঝাড়গ্রাম

শুটিং দেখতে হাজির গজরাজ! ‘আরও এক ছদ্মবেশী’র সেটে আতঙ্ক

জঙ্গল থেকে রেল লাইন পেরিয়ে এসেছিল গজরাজ।

Elephant attack at Aro Ek Chadmabeshi's shooting spot
Published by: Bishakha Pal
  • Posted:November 11, 2019 6:32 pm
  • Updated:November 11, 2019 6:32 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: হাতির পাল মানুষ দেখলেই ধাওয়া করছে বা ছুটে এসে আক্রমণ করা এটাই এখন সাধারণ চিত্র ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামগুলিতে। কিন্তু ধানের জমির পাশে হাতি চুপ করে বসে আছে। তাকে ঘিরে উৎসাহী মানুষের ভিড়। মোবাইলে ছবি উঠছে অহরহ। সেই সব কিছুর মাঝেও গজরাজের নট নড়ন চড়ন। এটা যদি জামবনি ব্লকের গোদড়াশোলের ধানের জমির পাশে দৃশ্য নম্বর এক হয়, তাহলে হাতির তাণ্ডবের দৃশ্য রয়েছে দুই নম্বরে।

ঝাড়গ্রাম ব্লকের বাঁশতলা এলাকায় একটি হাতির আক্রমণে আহত হয়েছেন এক ব্যক্তি। আবার সেই হাতিটিই রেল লাইনের উপর উঠে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাঁশতলা এলাকায় একটি বাংলা ছবির শুটিং চলছে। নাম ‘আরও এক ছদ্মবেশী’। শুটিং দেখতে রোজই প্রচুর মানুষ ভিড় জামাচ্ছেন। তারই মধ্যে শুটিং স্থলের অদূরে একটি হাতি বেলা সাড়ে বারোটা নাগাদ বাঁশতলা রেল গেটের কাছে লাইনে উঠে পড়ে। হাতি দেখে ভিড় জমে গিয়েছিল এলাকায়। যদিও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় হাতিটিকে লাইন পার হতে না দিয়ে জঙ্গলের দিকে প্রবেশ করানো হয়েছে। অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছেন, হাতির দেখা তাঁরা পাননি। কোনও অসুবিধায় পড়েননি।

Advertisement

[ আরও পড়ুন: নীতু কাপুরের সঙ্গে নৈশভোজ আলিয়ার, পাকা কথা শীঘ্রই? ]

সোমবার এই ঘটনার আগে ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাঁশতলা গ্রামের এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় বাড়ির কাছেই হাতির সামনে পড়ে যান। হাতিটি তাকে শুঁড় দিয়ে আঘাত করে। তাঁকে স্থানীয় মানুষ জন উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করান। বনদপ্তর জানিয়েছে, হাতির হানায় আহত ওই ব্যক্তির নাম খগেন সিং।

এদিন দিনভর হাতির নানা কাণ্ডে ব্যতিব্যস্ত ছিল বনদপ্তর। অন্যদিকে এদিন জামবনি ব্লকের গোদড়াশোলের কাছে একটি ধান জামির পাশে সকাল থেকে একটি হাতিকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায়। স্থানীয় মানুষ জানিয়েছে, হাতিটিকে দেখে বেশ অসুস্থ মনে হচ্ছিল। হাতিটির কাছাকাছি মানুষের ভিড় থাকলেও হাতিটির কোন ভ্রুক্ষেপ ছিল না। বেশ শান্তভাবেই বসে ছিল। আর এইভাবে হাতিটিকে বসে থাকতে দেখে উৎসাহী মানুষের ভিড় জমে গিয়েছিল। তবে দীর্ঘক্ষণ বসে থাকার পর হাতিটি উঠে যায়। ঝাড়গ্রাম বনবিভাগের ডিএফও বাসবরাজ হলেইচ্ছি বলেন, “হাতির হানায় একজন আহত হয়েছন। জামবনি গোদরাশোল গ্রামের কাছে যে হাতিটিকে দেখা গিয়েছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেটি অসুস্থ নয়। অনেক সময় বেশি খাবার খেলে তারা বিশ্রাম নেয়। পরে হাতিটিকে চলতে ফিরতে দেখা গিয়েছে। বনদপ্তর নজর রাখছে।”

[ আরও পড়ুন: গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, ভরতি মুম্বইয়ের হাসপাতালে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement