ফাইল ছবি।
সুদীপ রায়চৌধুরী: নির্বাচনী উত্তাপে ফুটছে বাংলা। প্রথম দফায় রাজ্যের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোট। অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। ওই তিন জেলায় ভিনরাজ্যের তিন আইপিএস অফিসারকে পুলিশ অবজার্ভার করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। পুলিশ অবজার্ভারের সঙ্গে তিনজন জেনারেল অবজার্ভারও পাঠানো হচ্ছে।
কোচবিহারে পুলিশ অবজার্ভার হিসাবে আসছেন কুমার বিশ্বজিৎ। তিনি অন্ধ্রপ্রদেশে ডিজি পদমর্যাদায় রয়েছে। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত আধিকারিক। জলপাইগুড়িতে অবজার্ভার চাক্কিরালা সম্ভাশিব রাও। হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার। আলিপুরদুয়ারে পুলিশ অবজার্ভার সিনিয়র আইপিএস অফিসার পুনিত রাস্তোগি। তিনি বর্ডার সিকউরিটি ফোর্সের ইন্সপেক্টর জেনারেল। পুলিশ অবজার্ভারের সঙ্গে তিনজন জেনারেল অবজার্ভারও পাঠাচ্ছে নির্বাচন কমিশন। কোচবিহারে পাঠানো হচ্ছে রবি কুমার সুরপুরকে। তিনি রাজস্থানের শুল্ক দপ্তরের সিনিয়র আইএএস অফিসার। জলপাইগুড়িতে জেনারেল অবজার্ভার করা হচ্ছে সুধাংশু মোহন শ্যামলকে। ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার তিনি। আলিপুরদুয়ারে জেনারেল অবজার্ভার করা হচ্ছে পাতিল শিবনাগৌড়া। কর্নাটক ক্যাডারের অফিসার তিনি।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে দফায় দফায় অশান্তিতে জ্বলে ওঠে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত। বিশেষত কোচবিহারে অশান্তির খবর শিরোনামে জায়গা করে নেয়। গত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে অশান্তির খবর কম আসেনি। লোকসভা নির্বাচনের মুখে সম্প্রতি কোচবিহারে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের দ্বন্দ্ব চরমে পৌঁছয়। ওই পরিস্থিতিতেই কোচবিহারে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার পরই তিন দুঁদে আইপিস অফিসারকে প্রথম দফার নির্বাচনে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে পাঠানোর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.