সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় দফার ভোটের আগে মালদহের পুলিশ সুপার পদ থেকে অপসারিত অর্ণব ঘোষ। সেই জায়গায় নয়া এসপি হলেন বারুইপুর পুলিশ জেলার এসপি অজয় প্রসাদ। প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ মালদহের দুই লোকসভা কেন্দ্রে। তার আগে পুলিশ সুপারের অপসারণে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, এই অর্ণব ঘোষ সারদা তদন্তের সূচনায় অন্যতম মূখ্য ভূমিকা নিয়েছিলেন। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধানের নেতৃত্বেই এগিয়েছিল তদন্তের গতিপ্রকৃতি। তারপর তাঁকে নদিয়ার এসপি পদে বদলি করা হয়। সিপিএম-বিজেপি সহ একাধিক বিরোধী দল অর্ণব ঘোষের বিরুদ্ধে সারদা তদন্তে সরকারের সঙ্গে আঁতাঁতের অভিযোগ তুলেছিল। এবার নির্বাচনেও শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তাঁর বিরুদ্ধে সরব ছিল বিরোধীরা। কমিশনের সিদ্ধান্ত যে তাদের অভিযোগকেই সিলমোহর দিল তা বলা বাহুল্য।
[আরও পড়ুন: নিরাপত্তার দাবিতে ভোটকর্মীদের বিক্ষোভ, উত্তপ্ত চেতলা গার্লস]
সারদা কাণ্ডের সময় বিধাননগরের তৎকালীন কমিশনার রাজীব কুমারের নির্দেশেই তদন্তপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যান অর্ণব ঘোষ। সেইসময় বিরোধীরা অভিযোগ তোলে, রাজ্য সরকারের নির্দেশেই সারদা তদন্তের বহু নথি লোপাট করেছেন অর্ণব ঘোষ। যদিও এ অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। কিন্তু অর্ণব ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সরব বিরোধীরা। বস্তুত, প্রথম দফার ভোটের দুদিন আগে কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক গুপ্তকে। একইসঙ্গে তাঁকে ভোট সংক্রান্ত কোনও দায়িত্বে না রাখারও নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফ থেকে। তাঁর বিরুদ্ধেও উঠেছিল পক্ষপাতের অভিযোগ। এবার অর্ণবের বিরুদ্ধেও তেমনই অভিযোগে সরব বিরোধীরা। রাজীব কুমারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এক্ষেত্রে কমিশন বিরোধীদের অভিযোগগুলি গুরুত্ব সহকারে দেখেই অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কমিশন এও জানা গিয়েছে, পরবর্তী ঘোষণা না পর্যন্ত মালদহের পুলিশ সুপার পদে থাকবেন অজয় প্রসাদ।
[আরও পড়ুন: ফোনের ওপারে চিকিৎসক, নির্দেশ মেনে ভোটকর্মীর প্রাণ বাঁচালেন জওয়ান]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.